জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, আপনাদের নেতা আ স ম আব্দুর রব সাহেব অসুস্থ। তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আমি এসেছি। আপনারা রব সাহেবের হাতকে শক্তিশালী করতে আমাকে তার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। বিগত দিনে আপনারা টাকা ছাড়া সরকারের কোনো সেবা পাননি। আমি কথা দিয়ে যাচ্ছি মা বোনদের জন্য সরকারের কোনো সেবা পেতে টাকা দিতে হবে না। আপনাদের ন্যায্য দাবি আদায়ে আমি সবসময় কাজ করে যাবো।
গতকাল বিকেলে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মতিরহাট কোডেক কলোনিতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ১৫ বছর ক্ষমতায় থেকে উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। কিন্তু এ অঞ্চলে দৃশ্যমান কোনো উন্নয়ন দেখাতে পারেনি। আমরা এ দেশের জীবনযাত্রার মানোন্নয়নে টেকসই উন্নয়ন চাই। আ স ম রব ৪০ বছর আগে নদী ভাঙন থেকে রক্ষার জন্য মতিরহাট বাজারে পরীক্ষামূলক ব্লক বাঁধ দিয়েছে, তা আজো দৃশ্যমান। এরপর বিগত সরকারগুলো উন্নয়নের নামে পুকুর চুরি করেছে। মানুষের পকেট কেটে উন্নয়নের নামে লুটপাট হবে তা আর হতে দেয়া যাবে না।
কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ফারজানা জামান দিবা, জেলা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাবুল, কমলনগর উপজেলা কমিটির সহ সভাপতি খোরশেদ আলম মেম্বার, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা যুব পরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলাল, যুগ্ম আহবায়ক শিব্বির মাহমুদ দেওয়ান ও আবুল বাছেত খোকন প্রমুখ।
প্রসঙ্গত, তানিয়া লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আ স ম আব্দুর রবের সহধর্মিনী। আ স ম রব অসুস্থ হওয়ায় লক্ষ্মীপুর-৪ আসন থেকে জোটগতভাবে তার নাম আলোচনায় রয়েছে। সম্প্রতি বিএনপি দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করলেও এই আসনে পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে। তবে এ আসনে সাবেক সংসদ সদস্য বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান হেভিওয়েট প্রার্থী। দল থেকে মনোনয়ন না দিলেও তিনি নির্বাচন করবেন বলে সভা-সেমিনার ও সাংবাদিকদের বক্তব্য দিয়ে আসছেন।
আরপি/টিকে