জাপানের পূর্ব উপকূলে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় রোববার (৯ নভেম্বর) সকাল ৮টা ৩ মিনিটে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইওয়াতে প্রিফেকচারের উপকূলের কাছে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। আনাদোলুর খবরে বলা হয়, ভূমিকম্পের পরপরই জাপানের আবহাওয়া অধিদপ্তর ইওয়াতে অঞ্চলের উপকূলে সুনামি সতর্কতা জারি করে।
সতর্কতায় জানানো হয়, উপকূলীয় এলাকায় ১ মিটার (প্রায় ৩.৩ ফুট) উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে সমুদ্রের কাছাকাছি এলাকা থেকে দূরে থাকতে এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
তবে, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটির প্রশাসন। জাপান এমন ভূমিকম্পপ্রবণ অঞ্চলের একটি দেশ, যেখানে নিয়মিতভাবে কমবেশি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
এবি/টিকে