গ্রায়েম ক্রেমারের ক্রিকেট ক্যারিয়ার শুরু ২০০৫ সালে। ২০১৮ সালের ডিসেম্বরে পেশাদার ক্রিকেট ছেড়ে দিলেও সম্প্রতি আবার ফিরেছেন। ফিরেই বাজিমাত করেছেন জিম্বাবুয়ের এই লেগব্রেকার।
২০১৭ সাল পর্যন্ত ১৯ টেস্ট খেলে ৫৭ উইকেট নেওয়ার পাশাপাশি ক্রেমার করেছিলেন ৫৪০ রান। ৯৬ ওয়ানডে ও ২৯ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাও হয়েছে তার। শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় বক্সিং ডে টেস্টে। তারপর কিছুদিন সীমিত ওভারের ক্রিকেট খেলে পরের বছরের ডিসেম্বরে বিদায় বলেন।
এরপর দুবাইয়ে থিতু হন ক্রেমার। এমিরেটস এয়ারলাইনে কর্মরত স্ত্রী। বাচ্চাদের দেখভালের কাজ করেছেন এই সময়ে। ফাঁকে ফাঁকে কোচিংও করিয়েছেন।
এই বছরের শুরুতে জিম্বাবুয়ে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ক্রেমারকে তাদের টি-টোয়েন্টি স্কোয়াডে রেখেছিল। কিন্তু খেলা হয়নি কোনো ম্যাচ।
ক্রেমার শেষ পর্যন্ত পেশাদার ক্রিকেট ম্যাচে খেললেন। ২০২৫-২৬ লোগান কাপে মিড ওয়েস্ট রাইনোর হয়ে সাউদার্ন রকসের বিপক্ষে। বৃষ্টিতে প্রথম দিনের খেলা ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিন রকস শেষ করে ৪ উইকেটে ২০২ রানে। এর মধ্যে তিনটি উইকেট নেন ক্রেমার।
তৃতীয় দিন কোনো খেলা হয়নি বৃষ্টির কারণে। চতুর্থ দিনের খেলায় পানাশে তারুভিঙ্গা (৯৩) ও তাফাজওয়া সিগা (১০০) রকসকে ৩৪৭ রান এনে দিতে অবদান রাখেন। ক্রেমার নেন বাকি ৬ উইকেট।
ম্যাচ শেষে ক্রেমারের বোলিং ফিগার ৪৬.২ ওভারে ১৪৪ রান খরচায় ৯ উইকেট। জিম্বাবুয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ উইকেট নেওয়ার ঘটনা দ্বিতীয়বার ঘটল। আর কোনো স্পিনার এমন কীর্তি গড়লেন প্রথমবার।
টিজে/টিকে