কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে মার্কিন সিনেটে ডেমোক্রেটিক ও রিপাবলিকানরা সমঝোতায় পৌঁছেছেন। এর ফলে যুক্তরাষ্ট্র সরকারে রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থার অবসান হতে চলেছে।
সোমবার (১০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনের পর আইনপ্রণেতারা আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখার জন্য একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন।
এতে আরও বলা হয়, প্যাকেজটি সিনেটে অনুমোদন পেলে তা পাসের জন্য পাঠানো হবে নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। সেখানে পাশ হলে বিলটিতে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এ খবর প্রকাশের পর প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘মনে হচ্ছে, সরকারের অচলাবস্থা শিগগির শেষ হতে যাচ্ছে।’
স্থানীয় সময় রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা ৪০ দিনে গড়িয়েছে। বাজেট পাস না হওয়ায় বন্ধ সরকারি অর্থায়ন। স্থবিরতা প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রমে।
এদিকে, শনিবার রাতে অঙ্গরাজ্যগুলোকে অবিলম্বে খাদ্য সহায়তা কর্মসূচিতে অর্থ বিতরণ বন্ধে নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। নির্দেশ অমান্য করলে জরিমানা দিতে হবে এবং ফেডারেল সহায়তা স্থগিত হবে বলেও হুঁশিয়ারি দেয় কৃষি বিভাগ। তবে, কিছু অঙ্গরাজ্য এরইমধ্যে আদালতের আদেশে সহায়তা বিতরণ শুরু করেছে।
শাটডাউনের প্রভাবে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন ব্যবস্থাও বিপর্যস্ত। রোববার একদিনেই দেশটিতে ১ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল হয়।বিলম্বিত হয় আরও ৫ হাজারের বেশি ফ্লাইট। ডেল্টা এয়ারলাইন বাতিল করে মোট ফ্লাইটের ১৪ শতাংশ।
ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুসারে, এই শাটডাউনের কারণে নিউ ইয়র্ক লিবার্টি, শিকাগো ও'হেয়ার, শার্লট ডগলাস, আটলান্টা হার্টসফিল্ড-জ্যাকসন এবং জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে।
এমআর/টিকে