মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহাম্মদ সিদ্দিক সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (৯ নভেম্বর) রাত্তে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ সিদ্দিক সরদার কালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাঝেরকান্দি গ্রামের মৃত মালেক সরদারের ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও চাঁদাবাজির মামলা রয়েছে।
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি!
থানা পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এনায়েত নগর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহাম্মদ সিদ্দিক সরদার গা ঢাকা দেন। গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, ‘যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও চাঁদাবাজি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করা হবে।’
এবি/টিকে