“আমাদের সবারই মেনে নিতে হবে, বয়স বাড়বে। আর বার্ধক্য সব সময় সুন্দর নাও হতে পারে।”
মোজো ডেস্ক 12:31PM, Nov 10, 2025
বলিউড তারকা অমিতাভ বচ্চন বলেছেন, “আমাদের সবারই মেনে নিতে হবে, বয়স বাড়বে। আর বার্ধক্য সব সময় সুন্দর নাও হতে পারে।” বয়স ও সময়ের বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জীবনের এই পর্যায়েও নিজের দর্শন ও সততায় অনুপ্রেরণা হয়ে আছেন অমিতাভ।