বাকসু গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাব ছাত্রদলের

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) ও হল সংসদের প্রস্তাবিত গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সালের কাছে এই প্রস্তাবনা জমা দেয় সংগঠনটি। প্রস্তাবনায় শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত, সভাপতির একচ্ছত্র ক্ষমতা হ্রাস, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব নতুন পদ সংযোজনের দাবি জানানো হয়েছে। প্রস্তাবনায় বলা হয়, বাকসুর বর্তমান গঠনতন্ত্রে ভোটারদের বয়সসীমা নির্ধারণ না থাকায় এটি অসম্পূর্ণ।

এতে নেতৃত্বে তারুণ্য বজায় রাখতে ডাকসুর আদলে সর্বোচ্চ ২৯ বছর বয়সসীমা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও কোর্সের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বর্তমান লক্ষ্য ও উদ্দেশ্য ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার’  পরিবর্তন করে ‘শিক্ষা, ঐক্য, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার’ রাখার প্রস্তাব করা হয়েছে, যাতে গঠনতন্ত্র আরো প্রাসঙ্গিক ও শিক্ষার্থীবান্ধব হয়।

প্রস্তাবনায় আরো বলা হয়েছে, বাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষকে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। শিক্ষকরা উপদেষ্টা কমিটির মাধ্যমে অভিভাবকের ভূমিকা পালন করবেন। সভাপতির সর্বময় ক্ষমতা কমিয়ে সহসভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে নারী ও পুরুষ উভয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

গঠনতন্ত্রে নতুন কিছু পদ সংযোজনের প্রস্তাবও দেওয়া হয়েছে। বলা হয়েছে, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক, নারীকল্যাণ সম্পাদক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক এবং সাহিত্য ও পাঠাগার সম্পাদক। এসব পদ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ক্যারিয়ার উন্নয়ন এবং নারী শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।

নির্বাচনের ফলাফল সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে সভাপতির একক ক্ষমতা বাতিল করে একাধিক সদস্যবিশিষ্ট কমিটির সিদ্ধান্তে নিষ্পত্তি এবং প্রয়োজনে বিচারিক আদালতে আপিলের সুযোগ রাখার দাবি জানানো হয়েছে। গঠনতন্ত্র সংস্কারের ক্ষেত্রে সিন্ডিকেটের একচ্ছত্র ক্ষমতা কমিয়ে বাকসু কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা কমিটির যৌথ প্রস্তাবনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

হল সংসদ সংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছে, সভাপতির পদ শিক্ষার্থীদের হাতে দিতে হবে এবং শিক্ষকরা কেবল উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, খাদ্য ও স্বাস্থ্য সম্পাদক এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদ সৃষ্টির প্রস্তাবও এসেছে।

শেষে প্রস্তাবনায় বলা হয়, নির্বাচনী অভিযোগ নিষ্পত্তির সময়সীমা তিন দিনের পরিবর্তে তিন কার্যদিবস করতে হবে এবং সভাপতির স্বৈরাচারী ক্ষমতা কমাতে হবে। ছাত্রদল মনে করে, এসব সংস্কার বাস্তবায়িত হলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গণতান্ত্রিক ছাত্ররাজনীতির পরিবেশ প্রতিষ্ঠিত হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) ও হল সংসদসমূহের প্রস্তাবিত গঠনতন্ত্র সংস্কারের বিষয়ে বিস্তারিত প্রস্তাবনা প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সালের কাছে জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ, সাবেক ক্রীড়া সম্পাদক এমডি সিহাব, সাবেক সহ-সমাজসেবা সম্পাদক ইনজাম শাওন, সাবেক সদস্য আশিক আহমেদ, সাব্বির হোসাইন, শান্ত ইসলাম আরিফসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নরসিংদীতে কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার Dec 25, 2025
img
কপিল শর্মার অনুষ্ঠানে কেন অনুপস্থিত স্মৃতি? Dec 25, 2025
img
গুজরাটের সুরাটে ১০ তলা থেকে পড়ে গিয়েও বেঁচে গেলেন এক ব্যাক্তি! Dec 25, 2025
তারেক রহমানকে নিয়ে যে বার্তা দিলেন মিজানুর রহমান ও জামায়াত আমীর Dec 25, 2025
img
সালথায় আ.লীগ ছাড়লেন ২ নেতা Dec 25, 2025
img
শীত নিয়ে ঢাকাসহ সারাদেশের জন্য দুঃসংবাদ আবহাওয়া অফিসের Dec 25, 2025
img
দিনাজপুরে নতুন ভোটার ১ লাখ ৫৫ হাজার ১৮ জন Dec 25, 2025
img
কুমার শানুর ৫০ কোটি টাকার মানহানির মামলায় মুখ খুললেন রীতা Dec 25, 2025
img
মেসির মতো বিশ্বকাপ জিতুক রোনালদো : ফ্রাঙ্ক লেবোফ Dec 25, 2025
img
রজনীকান্তের জেলার ২-তে দেখা দেবেন শাহরুখ খান Dec 25, 2025
মেহরিন হয়ে গেল কেয়ার নতুন পরিচয়! Dec 25, 2025
img
জামায়াতের জোটে থাকছে না চরমোনাই পীর Dec 25, 2025
img
নাইম শেখের পারিশ্রমিক নিয়ে শঙ্কা, আশ্বাস দিল বিপিএল গভর্নিং কাউন্সিল Dec 25, 2025
img
ইতিহাসে থাকতে হলে আপনাকে আলাদা হতেই হবে: অঞ্জন দত্ত Dec 25, 2025
যে ক্ষেত্রে মুসলিম কাফেরের চেয়েও খারাপ Dec 25, 2025
img
পে স্কেল নিয়ে নতুন কর্মসূচিতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা Dec 25, 2025
img
দেশবাসীর ভালোবাসায় সিক্ত তারেক রহমান, জানালেন কৃতজ্ঞতা Dec 25, 2025
‘মিমি’ বদলে দিয়েছে কৃতির ভাগ্য Dec 25, 2025
বিশ্বজুড়ে বড়দিন: আনন্দ, প্রার্থনা আর অদ্ভুত সব রীতির মেলবন্ধন Dec 25, 2025
img
রোহিঙ্গা ক্যাম্পে উৎসবমুখর পরিবেশে পালিত হল বড়দিন Dec 25, 2025