রাজধানীতে রাস্তা পার হওয়ার সময়ে লরির ধাক্কায় প্রতিবন্ধী ১০ বছরের স্কুলশিক্ষার্থী আরাফ আদতাহী নিহত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে খিলগাঁও বনশ্রী ফরাজি হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে।
নিহত আরাফ আদতাহীর গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায় পীরগঞ্জ উপজেলার জাবুরহাট গ্রামের। তার বাবার নাম আজহারুল ইসলাম।
শিশুটির খালু আবু জাফর জানিয়েছেন, তাদের বাসা বনশ্রী জি ব্লকে। সকালে বাসার কাজের মহিলা শিশুটিকে নিয়ে স্কুলে যাওয়ার সময়ে ফরাজি হাসপাতালের সামনের রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় একটি দ্রুতগতির লরির ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আরাফকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আরাফ আদতাহী রামপুরা বনশ্রী জি ব্লকে পরিবারের সঙ্গে থাকত। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট। তার বাবা একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করেন।
আইকে/টিএ