প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে প্রেস ক্লাব অব ইন্ডিয়া। মঙ্গলবার সংগঠনটির সেক্রেটারি জেনারেল নিরজ ঠাকুরের সই করা এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার মুখপাত্র শফিকুল আলম ২০২৫ সালের ১১ নভেম্বর তার ফেসবুক পোস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়া ভারতসহ বিভিন্ন বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের “পশ্চিমা সাংবাদিক ও তাদের ভারতীয় চাটুকার সহযোগী” বলে উল্লেখ করেছেন।
প্রেস ক্লাব অব ইন্ডিয়া বিবৃতিতে জানায়, একজন সাবেক সাংবাদিক হিসেবে শফিকুল আলমের এমন মন্তব্য বিশেষভাবে নিন্দনীয়। দায়িত্বশীল গণমাধ্যমের পেশাদার সাংবাদিকদের ‘চাটুকার’ বলে আখ্যায়িত করা একজন সরকারি মুখপাত্রের কাছ থেকে মোটেও প্রত্যাশিত নয়।
সংগঠনটি শফিকুল আলমের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তার কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছে।
এমআর/টিএ