টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক শুধু রূপালি পর্দার অভিনেত্রী নন, তিনি দায়িত্বশীল এক শিল্পীও। সম্প্রতি তিনি এক সামাজিক মাধ্যমে নিজের ভাবনা প্রকাশ করে লিখেছেন, “নায়িকা হওয়া একটা বড় দায়িত্বের জায়গা, বড় কমিটমেন্টের জায়গা। সবার আগে নিজের একটা নিষ্ঠা থাকা দরকার।”
কোয়েল মল্লিকের এই বক্তব্যে ফুটে উঠেছে তাঁর কাজের প্রতি একাগ্রতা এবং শিল্পের প্রতি গভীর শ্রদ্ধা। তিনি বিশ্বাস করেন, একজন অভিনেত্রীর আসল শক্তি শুধু জনপ্রিয়তায় নয়, নিজের পেশার প্রতি দায়িত্ববোধে নিহিত। তার মতে, বিনোদন জগত যতই গ্ল্যামারাস হোক, এখানে টিকে থাকতে হলে পরিশ্রম, নিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণ অপরিহার্য।
দীর্ঘদিন ধরে টলিউডে নিজের অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে ভক্তদের মন জয় করে আসছেন কোয়েল। তাঁর এই বক্তব্য তরুণ শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। ভক্তরা মন্তব্য করছেন, “কোয়েল শুধু একজন নায়িকা নন, তিনি এক প্রেরণা।”
কোয়েল মল্লিকের এই চিন্তাভাবনা প্রমাণ করে, নায়িকার পরিচয় শুধু সৌন্দর্য নয়, দায়িত্ব ও নিষ্ঠারও প্রতীক।
টিজে/টিএ