চট্টগ্রাম নগরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে খাতুনগঞ্জ ও পাহাড়তলী পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্স।
মঙ্গলবার (১১ নভেম্বর) পাহাড়তলী বাজার এলাকায় চাল ও পেঁয়াজের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাট্টলী সার্কেলেরর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ। অভিযানে পাইকারি আড়তে ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা না টাঙানো এবং লেবেলবিহীন পণ্য বিক্রির অভিযোগে ২টি মামলা দায়ের ও সংশ্লিষ্ট ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে একই দিন খাতুনগঞ্জ পাইকারি বাজারে পেঁয়াজের বিভিন্ন আড়তে মনিটরিং অভিযান চালায় জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ দল। দলের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা। এ সময় আড়তগুলোর মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ যাচাই করা হয় এবং ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও লেবেলবিহীন পণ্য বিক্রির অভিযোগে ৫টি মামলা দায়ের এবং ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ন্যায্য মূল্য নিশ্চিত করা, মজুতদারি ও অনিয়ম রোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে বাজারে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
টিজে/টিএ