যৌন হেনস্তায় অভিযুক্ত শিল্পীর সঙ্গে জোট বাঁধায় কটাক্ষের শিকার হলেন জনপ্রিয় সুরকার এ আর রহমান। রাম চরণের ছবি ‘পেড্ডি’র ‘চিকিরি চিকিরি’ গানের কোরিওগ্রাফি করেছিলেন জানি মাস্টার। তার বিরুদ্ধে রয়েছে যৌন হেনস্তার অভিযোগ।
অভিযোগ উঠেছে, নাবালিকা সহযোগী-কোরিওগ্রাফারকে যৌন হেনস্তা করার। বিষয়টি নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। সেই জানির সঙ্গেই জোট বেঁধে কাজ করছেন এ আর রহমান। বিষয়টি প্রকাশ্যে আসতেই এআর রহমানকে বাক্যবাণে বিদ্ধ করছেন নেটাগরিকেরা। সুরকারের সংবেদনশীলতার অভাব রয়েছে বলে দাবি তাদের।
‘চিকিরি চিকিরি’ গানটির পরিচালনা করেছেন এ আর রহমান। গত ৯ নভেম্বর সমাজমাধ্যমে জানি মাস্টার একটি ছবি পোস্ট করেন। এআর রহমানের সঙ্গে ছবি ভাগ করে নিয়ে জানি লিখেছিলেন, “এআর রহমান স্যারের গানের সঙ্গে সঙ্গে নাচতে নাচতে আমরা বড় হয়েছি। তাই বিশ্বাস করতে পারছি না, উনার তৈরি গানের কোরিওগ্রাফি আমি করেছি। পাশে থাকার জন্য ধন্যবাদ স্যার।”
এই সুযোগ পাওয়ার জন্য ‘পেড্ডি’ ছবির পরিচালক ও নির্মাতাদেরও কৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি।
এই পোস্ট ভাইরাল হতেই নেট নাগরিকেরা যৌন হেনস্তার ঘটনার কথা মনে করিয়ে দেন। তাদের প্রশ্ন, কীভাবে এক যৌন হেনস্তাকারীর সঙ্গে জোট বেঁধে কাজ করছেন এআর রহমান?
একসময় তামিল গীতিকার বৈরামুথুর সঙ্গে কাজ বন্ধ করে দিয়েছিলেন এ আর রহমান। কারণ, তার বিরুদ্ধেও যৌন হেনস্তার প্রায় ২০টি অভিযোগ ছিল। তাই নেটাগরিকদের প্রশ্ন, “এই দ্বিচারিতার কী অর্থ? একই অভিযোগ দুই শিল্পীর বিরুদ্ধে। অথচ দু’জনের সঙ্গে ভিন্ন আচরণ করছেন এ আর রহমান।”
এমআর/টিএ