আগামী ৮ ডিসেম্বর ৯০ পূর্ণ করবেন ধর্মেন্দ্র। বয়স যে কেবল একটি সংখ্যা তা আরও একবার প্রমাণ করলেন তিনি। সাত দিন ধরে হাসপাতালের সঙ্কটময় মুহূর্ত পেরিয়ে অবশেষে বাড়ির পথে ফিরলেন এই কিংবদন্তি অভিনেতা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ধর্মেন্দ্র এখন অনেকটাই সুস্থ এবং অবস্থা স্থিতিশীল। তাই বাকি চিকিৎসা বাড়িতেই চলবে। পরে অভিনেতার দলের পক্ষ থেকেও একই তথ্য জানানো হয়। বুধবার সকালে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুল্যান্সে বাড়ি ফিরছেন ধর্মেন্দ্র, আর তাঁর পেছনের গাড়িতে ছেলে ববি দেওল।
গত সপ্তাহে শ্বাসকষ্ট ও বয়সজনিত জটিলতায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। সোমবার তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে উদ্বেগ ছড়িয়ে পড়ে বলিউডজুড়ে। সে রাতে তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছান শাহরুখ খান, সলমন খানসহ আরও অনেক তারকা।
তবে শুরু থেকেই হেমা মালিনী এবং সানি দেওল জানিয়ে আসছিলেন ধর্মেন্দ্র স্থিতিশীল আছেন, ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) ঈশা দেওলও লিখেছিলেন, “বাবা চিকিৎসায় সাড়া দিচ্ছেন, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। দয়া করে মৃত্যুর ভুয়ো খবর ছড়াবেন না।”
এই ঘটনাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন হেমা মালিনীও। তাঁর ভাষায়, “জীবিত একজন মানুষকে রাতারাতি মৃত ঘোষণা করা এ রকম অমানবিক আচরণ কল্পনাতীত।” গোপনীয়তা রক্ষায় পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় এবং হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়।
এমকে/এসএন