টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সম্প্রতি জীবনের একটি গভীর সত্য নিয়ে প্রকাশ করেছেন তাঁর দৃষ্টিভঙ্গি। শক্তিশালী মানসিকতা এবং ইতিবাচক জীবনদর্শনের পরিচিতি তিনি এই বার্তায় ফুটিয়ে তুলেছেন।
শুভশ্রী বলেন, “আমি শিখেছি, আলো কখনও একা আসে না, তার সঙ্গে আসে ছায়া।” তাঁর ভাষায়, জীবনে ভালো সময়, সাফল্য বা সুখের সঙ্গে স্বাভাবিকভাবেই আসে কোনো না কোনো চ্যালেঞ্জ, কষ্ট বা খারাপ সময়। কোনো কিছুই নিখুঁত বা একতরফা নয়।
তিনি আরও বলেন, “তাই অন্ধকারকেও গ্রহণ করতে হয় জীবনের অংশ হিসেবে।” এই দর্শন শেখায় যে, শুধু সুখের মুহূর্তগুলো উপভোগ করা যথেষ্ট নয়; জীবনের কঠিন সময়গুলোও সাহসের সঙ্গে মেনে নিয়ে এগিয়ে চলাই প্রকৃত পরিপক্কতার পরিচয়।
শুভশ্রীর এই ভাবনা জীবনের উত্থান-পতনকে সহজভাবে গ্রহণ করার প্রেরণা জোগায়।
এমকে/এসএন