বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খানের ক্যারিয়ারে আবারও অপ্রত্যাশিত মোড়। বহু প্রতীক্ষিত দাদাসাহেব ফালকে জীবনীভিত্তিক চলচ্চিত্রটি হঠাৎ করেই বন্ধ করে দিয়েছেন তিনি। রাজকুমার হিরানির পরিচালনায় নির্মিতব্য এ ছবিটি ছিল তাঁদের যৌথভাবে ঘোষিত আরেকটি বড় আয়োজন।
‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’র পর এই জুটির নতুন ছবিকে ঘিরে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু শুটিং শুরুর আগেই প্রকল্পটি স্থগিত হয়ে যাওয়ায় ভক্তরা রীতিমতো হতাশ। জানা গেছে, গল্পের দিকনির্দেশনা ও চিত্রনাট্য নিয়ে মতবিরোধের কারণেই আমির এই সিদ্ধান্ত নিয়েছেন।
এটি আমিরের টানা তৃতীয় প্রকল্প, যা বাতিল হলো। এর আগে তিনি ভামশি পাইডিপালির অঘোষিত ছবিটি থেকে সরে যান, পরবর্তীতে লোকেশ কানাগারাজের পরিচালনায় সুপারহিরো ছবির পরিকল্পনাও বন্ধ হয়ে যায়। বিশেষ করে ‘কুলি’ ছবির মাঝারি সাফল্যের পর থেকে নতুন কাজ বেছে নিতে তিনি আরও সতর্ক হয়ে উঠেছেন বলে বলিউড মহলের ধারণা।
একাধিক সূত্র বলছে, রাজকুমার হিরানি ও আমির খানের মধ্যে দীর্ঘদিনের সৃজনশীল বোঝাপড়ায় ফাটল ধরেছে। তাদের সম্পর্ক এখন শুধুই সৌজন্যমূলক পর্যায়ে সীমাবদ্ধ। এ অবস্থায় ভক্তদের মনে প্রশ্ন আমির খানের পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে?
বর্তমানে দুজনই আলাদা প্রকল্পে মনোযোগ দিচ্ছেন। তবে দর্শকরা এখনো অপেক্ষায় আছেন, কখন আবার আমির খান ফিরবেন বড় পর্দায় সেই পুরনো নিখুঁততা নিয়ে।
আরপি/টিএ