পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীতে ইলিশ ধরতে গিয়ে এক জেল ১৮ কেজি ওজনের পাঙাশ মাছ পেয়েছেন। বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়ন সংলগ্ন পায়রা নদীর জেলে জাহাঙ্গীর প্যাদার জালে মাছটি ধরা পড়ে।
জানা যায়, প্রতিদিনের মতো ইলিশ ধরার জন্য নদীতে জাল ফেলেন জাহাঙ্গীর। কিছুক্ষণ পরেই জাল তুলে দেখতে পান তাতে ধরা পড়েছে বিশাল আকৃতির এক পাঙাশ মাছ। যা এ অঞ্চলে পাওয়া খুবই বিরল। মাছটিকে তীরে নিয়ে আসার পরই খবর ছড়িয়ে পড়ে চারপাশে। মাছটিকে একনজর দেখার জন্য আশপাশ থেকে ছুটে আসে মানুষ।
স্থানীয় বাজারে মাছটি বিক্রির জন্য আনা হলে কয়েকজন মিলে ভাগাভাগি করে প্রতি কেজি ৮৫০ টাকা দরে মোট ১৫ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন।
জেলে জাহাঙ্গীর প্যাদা বলেন, এত বড় পাঙাশ আগে কখনো দেখিনি। ভাবতেও পারিনি যে আমার জালে এমন মাছ পাব। খুবই ভালো লাগছে।
স্থানীয় বাসিন্দা জিহাদ হোসেন বলেন, এর আগে খবরে দেখেছি এমন বড় পাঙাশ মাছ ধরা পড়েছে, কিন্তু জীবনে প্রথম আমাদের এখানে নিজ চোখে এত বড় মাছ দেখছি। অনেক আনন্দ লাগছে।
মাছ ব্যবসায়ী সেকান্দার মিয়া বলেন, এভাবে মাছ পেলে জেলেরা উপকৃত হবে আর খুশিও থাকবে। তবে সবসময় এমন মাছ পাওয়া যায় না। এত বড় মাছ উঠে আসা সত্যিই ভাগ্যের ব্যাপার।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, এমন বিশালাকৃতির পাঙাশ ধরা পড়া আমাদের জন্য আনন্দের। দেশের বিভিন্ন জায়গায়ই এমন ঘটনা ঘটছে। আমরা ইলিশ রক্ষার পাশাপাশি অন্যান্য বিভিন্ন মাছ রক্ষায়ও কাজ করে থাকি। ছোট পাঙাশ ধরতে জেলেদের বিভিন্ন চাঁই (ফাঁদ) থাকে। আমরা মৎস্য বিভাগ তা খুঁজে ধ্বংস করি। যার ফলশ্রুতিতে এমন বড় মাছ উৎপাদন হচ্ছে। এ কার্যক্রম সর্বদা চলমান থাকবে।
আরপি/টিএ