ফুটবল ক্যারিয়ারের বেশিরভাগ সময় বার্সেলোনাতে কেটেছে লিওনেল মেসির। তিক্ত অভিজ্ঞতা নিয়ে ক্লাবটি ছাড়লেও অন্তর থেকে মুছে ফেলেননি। গত রবিবার স্পেনে আর্জেন্টিনা স্কোয়াডে যোগ দেওয়ার আগে আচমকা মেসিকে স্পটিফাই ন্যু ক্যাম্পে দেখা গিয়েছে। তারপর স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সপরিবারে বার্সায় ফেরার ইচ্ছা প্রকাশ করেন।
কিন্তু বার্সেলোনা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা পরিষ্কার জানিয়ে দিলেন, খেলোয়াড় হিসেবে মেসির ক্লাবে ফেরা ‘বাস্তবসম্মত নয়’। মেসির ফেরার ব্যাপারে জানতে চাইলে কাতালুনিয়া রেডিওকে তিনি বললেন, ‘তার চলে যাওয়াটা আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়নি। কিন্তু মেসি ও ক্লাবের প্রত্যেকের প্রতি শ্রদ্ধার প্রেক্ষিতে বলতে চাই, বাস্তবসম্মত নয় এমন জল্পনা কল্পনাকে উৎসাহিত করার পক্ষে আমি নই।’
মেসির ন্যু ক্যাম্পে আসা সবার মতো লাপোর্তাকেও বিস্মিত করেছে। ক্লাবের রেকর্ড গোলদাতা সেদিন ইন্টার মায়ামি ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পলকে নিয়ে পুরানো মাঠে যান ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। নিরাপত্তাকর্মীরাও তাকে ঢুকতে দেন।
২০২১ সালে অপ্রত্যাশিতভাবে বার্সা ছাড়ার পর এই প্রথম ন্যু ক্যাম্পে পা রাখেন মেসি। লাপোর্তার আশা, পুরো মাঠের সংস্কার শেষ হলে আটবারের ব্যালন ডি’অর জয়ীকে সামনে রেখে তার সম্মানে একটি ম্যাচ আয়োজন করা হবে।
লাপোর্তা বললেন, ‘আমি জানতাম না সে আসছে, কিন্তু ন্যু ক্যাম্প তার বাড়ি। তারা আমাকে বলেছে কী হয়েছিল। এটা দারুণ। সে রাতের খাবার শেষ করে কিছু বন্ধুদের নিয়ে এসেছিল। এটা একটি স্বতঃস্ফূর্ত আচরণ, যেটা বার্সার চেতনার সঙ্গে যায়।'
২০ বছরের বেশি সময়ের বার্সা ক্যারিয়ারে মেসি ১৭ মৌসুম প্রথম দলের হয়ে খেলেছেন। ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল এবং ১০ লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ ৩৪ ট্রফি জিতেছেন। ২০২১ সালে পিএসজিতে চলে যান মেসি। তার দুই বছর পর যোগ দেন মায়ামিতে। সেখানে নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত থাকবেন।
এসএস/টিএ