এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অন্তত একটি পদক নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আসরে কম্পাউন্ড মিক্সড ইভেন্টের ফাইনালে উঠেছে বন্যা আক্তার-হিমু বাছাড় জুটি। স্বর্ণ পদকের লড়াইয়ে ভারতকে প্রতিপক্ষ পেয়েছেন তারা।
জাতীয় স্টেডিয়ামে বুধবার সেমিফাইনালে সাউথ কোরিয়ার জুটিকে ১৫৮-১৫৩ (৩৭-৩৯, ৩৮-৩৯, ৩৯-৪০, ৩৯-৪০) ব্যবধানে হারায় বাংলাদেশ।
বৃহস্পতিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এলিমিনেশন রাউন্ডে ভুটানকে ১৫৪-১৪৮ স্কোরে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ইরানের। সেখানে ১৫৪-১৫৪ সমতার পর টাইব্রেকারে ১৯-১৮ ব্যবধানে জয় তুলে নেন বন্যা ও হিমু।
রিকার্ভ মিক্সড ইভেন্টে শুরুটা ভালো করলেও পরে ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ‘বাই’ পেয়ে এলিমেনেশন রাউন্ডের প্রথম ধাপ পার করেন সীমা আক্তার শিমু-রাম কৃষ্ণ সাহা জুটি। ১/৪ এর লড়াইয়ে কাজাখস্তানের জুটিকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে ওঠে কোয়ার্টারফাইনালে। সেখানে ভারতের বিপক্ষে ৫-১ সেট পয়েন্টে হেরে বিদায় নেয় বাংলাদেশ।
এমআর/টিএ