সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামীলীগের দেওয়া কর্মসূচির যে কোনো অপতৎপরতা রুখে দিতে মোটরসাইকেল শোডাউন ও বিভিন্ন কর্মসূচি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) প্রতিনিধিরা।
বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মোটরসাইকেল করে ক্যাম্পাসে শোডাউন শুরু করেন তারা। রাত ১২টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সবকয়টি ফটকে জাকসুর নেতা-কর্মীরা অবস্থান নিয়ে সতর্ক পাহারায় থাকবেন বলে ঘোষণা দিয়েছেন।
একই বিষয়কে কেন্দ্র করে রাত সাড়ে ১১টার দিকে বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয়ের শাখার নেতা-কর্মীরা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা অবস্থান নেন।
এ বিষয়ে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, “আমরা আশা করছি আগামীকাল (বৃহস্পতিবার) খুনি হাসিনার যে রায় হবে সেখানে বাংলাদেশের মানুষ ন্যায্যতা পাবে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বার্তা দিতে চাই, আমরা আওয়ামীলীগ এবং তার দোসরদের প্রশ্নে সবাই একতাবদ্ধ থাকব।”
জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “আগামীকাল খুনি হাসিনার আদালতে একটি রায় হবে। সেই রায়কে কেন্দ্র করে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জায়গায় তারা একটি অনাকাঙ্ক্ষিত এবং নাশকতামূলক কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য গত কয়েকদিন যাবৎ অনলাইনে এবং অফলাইনে কর্মসূচির বার্তা দিয়ে যাচ্ছে। তাদের যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে জাকসু ও সাধারণ শিক্ষার্থীরা প্রস্তুত রয়েছে।”