বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সিলেট কার্যালয়ে পরিত্যক্ত গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিটিসিএল কর্তৃপক্ষ বলছে, পাশ্বর্বর্তী বাংলাদেশ ব্যাংকে কাজ চলছে।
সেখান থেকে স্পার্ক করে আগুনের সূত্রপাত। আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় তারা।
বিটিসিএলের সিলেট উপ-মহাব্যবস্থাপক মিহির রায় বলেন, ‘আগুনে ঘরে থাকা কিছু জিনিসপত্র পুড়ে গেছে। তবে বড় কোন ক্ষতি হয়নি।’
এদিকে ফায়ার সার্ভিসের সিলেটের তালতলা অফিসের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন বলেন, ‘এটি নিছক দুর্ঘটনা মনে হচ্ছে। প্রাথমিকভাবে এতে নাশকতার কোনো আভাস না মিললেও অধিকতর তদন্ত করা হবে।’
এমআর/টিএ