সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা। ইতোমধ্যে নিয়ে ফেলেছে ৫২ রানের লিড। ১৬৯ রান করে ক্রিজে টিকে আছেন মাহমুদুল হাসান জয়।
দ্বিতীয় দিনে ২৭০ রান নিয়ে খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। দ্রুত তাদের অলআউট করেছে বাংলাদেশ। ২৮৬ রানে থেমেছে আইরিশদের প্রথম ইনিংস। এরপর ব্যাট হাতে রাজত্ব করেছেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। ওপেনিং জুটিতে এসেছে ১৬৮ রান। সাদমান ৮০ রান করে বিদায় নিলেও দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন জয়। এখনও টিকে আছেন ১৬৯ রান করে। মুমিনুল হককে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছেন ডাবল সেঞ্চুরির দিকে।
দিনটা স্বাভাবিকভাবেই বেশ কঠিন ছিল আয়ারল্যান্ডের জন্য। দিনের খেলা শেষে সব মেনে নিয়েছেন আয়ারল্যান্ডের প্রধান কোচ হেইনরিখ মালান। সংবাদ সম্মেলনে মালান বলেছেন, ‘হ্যাঁ অনেক চ্যালেঞ্জিং দিন ছিল। স্কোরবোর্ড দেখলেই বুঝা যায়। মাঝে কিছু জায়গা ভালো করেছিলাম। তবে দিনশেষে আমরা সেভাবে ভালো করতে পারিনি।’
জয়ের ক্যাচ মিস করার ব্যাপারে কোচ বলেছেন, ‘সম্ভবত এই একটা চান্সই আজ সৃষ্টি করতে পেরেছিলাম। ফিল্ডিংয়ে আমরা অতটা খারাপ দল নই। ফিল্ডিং অনেক ভালো আমাদের। তবে এই একটা চান্স নিতে পারিনি। তাদের উপর চাপ সৃষ্টি করতে পারিনি। আশা করি কাল আরও বেশি সুযোগ সৃষ্টি করতে পারব এবং কাজেও লাগাতে পারব।’
১৬৯ রানে অপরাজিত থাকা জয়কে নিয়ে মালান বলেন, ‘সে (জয়) অনেক ভালো খেলেছে আজকে। তারা আমাদের অত বেশি সুযোগ দেয়নি। বাংলাদেশের ব্যাটাররা বেশ সলিড ইনিংস খেলেছে। তারা কন্ডিশন অনেক ভালোভাবে বুঝে। আমাদের জন্য কাজটা অনেক চ্যালেঞ্জিং করে দিয়েছে।’
দলের পরিবেশ নিয়ে প্রধান কোচ জানান, ‘সবাই এখন অনেক হতাশ। তবে অধিনায়কের থেকে বার্তাটা পরিষ্কার। বাকি ৩ দিনেও আমরা লড়ে যাব। এখানে ভিন্ন চ্যালেঞ্জ। শেষ ৩ টেস্ট ম্যাচ ভিন্ন ছিল। কেবল ৩ দিন খেলেছি। এখানে যা ফেইস করছি সেসব আগে করতে হয়নি। ফলে ভিন্ন চ্যালেঞ্জে মানিয়ে নিতে হবে। কিছু জায়গায় আমাদেরকে আরও উন্নতি করতে হবে, আমরা সেদিকেই তাকিয়ে আছি।’
মালান আরও বলেছেন, ‘গতকালও কিছু টার্ন দেখা গেছে (উইকেটে)। তবে বাংলাদেশিরা অনেক ভালো স্পিন খেলে। গত কয়েক ম্যাচে আমাদের স্পিনাররা ১৯ উইকেট নিয়েছে। ফলে আমাদের স্পিনাররাও ভালো। এখানের কন্ডিশনে বাংলাদেশ অনেক ভালো স্পিন খেলে। আমরা যদি এমন সুযোগ আরও নিয়মিত পেতে থাকি তাহলে আশা করি সামনে আরও ভালো করতে পারব।’
হেইনরিখ মালান আরও বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে আপনাকে ধারাবাহিকভাবে ভালো করে যেতে হবে। যত বেশি টেস্ট এবং প্রথম শ্রেণির ক্রিকেট খেলবে ছেলেরা তত ভালো করে যাবে। যত বেশি আমরা খেলার সুযোগ পাব তত আরও ভালো হতে পারব আশা করি।’
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্রে ১২ দল আনার পরিকল্পনা চলছে। বাস্তবায়ন হলে খেলতে পারবে আয়ারল্যান্ডও। বিষয়টি নিয়ে খুশি আইরিশ কোচ, ‘ভালো সুযোগ হবে। নিয়মিত টেস্ট ক্রিকেট খেলতে পারব। যত বেশি খেলতে পারব যত বেশি সুযোগ পাব ঘরে এবং বাইরে, আপনারাও বাইরে গেলে চ্যালেঞ্জিং হবে, আশা করি এভাবে আগাতে পারলেই উন্নতি করতে পারব।’
এবি/টিকে