সাবেক ডিফেন্ডার রব এডওয়ার্ডসকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স (ওলভস)। সাড়ে তিন বছরের চুক্তিতে দায়িত্ব পালন করবেন তিনি। চাকরিচ্যুত কোচ ভিতার পেরেইরার স্থলাভিষিক্ত হচ্ছেন এডওয়ার্ডস।
গত জুনে মিডলসব্রোতে হেড কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ৪২ বছর বয়সি এডওয়ার্ডস। খেলোয়াড়ি জীবনে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত উলভসের হয়ে ১১১ ম্যাচ ও জাতীয় দলের ১৫ ম্যাচ খেলেছেন তিনি। এডওয়ার্ডসের সঙ্গে তাঁর সহকারী হ্যারি ওয়াটলিংও ক্লাবে যোগ দেবেন।
উলভসের এক্সিকিউটিভ চেয়ারম্যান জেফ শি বলেছেন,
“রব খুবই প্রতিভাবান। তিনি ক্লাব, শহর ও সমর্থকদের ভালোভাবে জানেন। তার কৌশল, নেতৃত্ব ও চরিত্র দলকে শক্তিশালী করবে।”
মিডলসব্রো এক বিবৃতিতে জানিয়েছে,
“রব আমাদের সঙ্গে তিন বছরের চুক্তিতে ছিলেন। তবে তিনি ওলভসে যোগ দিতে আগ্রহ প্রকাশ করায় আমরা ক্ষতিপূরণে রাজি হয়েছি।”
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ভালো অবস্থায় নেই উলভস। প্রথম ১১ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে দলটি।
এবি/টিকে