ভারতের ওয়ান ডে ক্রিকেটের তারকা রোহিত শর্মা ঘরোয়া ক্রিকেট খেলবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তার দাবি, এখনো পর্যন্ত রোহিত তাদের কাছে এই বিষয়ে কোনো তথ্য জানাননি। সোমবার পর্যন্ত এমন খবর ছিল যে রোহিত বিজয় হজারে অংশ নেবেন। কিন্তু মঙ্গলবার পর্যন্ত প্রকাশিত খবর অনুযায়ী তিনি মুম্বই ক্রিকেট সংস্থার সঙ্গে এই বিষয়ে কিছু জানাননি।
ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলতে চাইলে রোহিত ও বিরাট কোহলিকে নিয়মিত ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে বলে নির্দেশ দিয়েছে। আপাতত রোহিত ও কোহলির সামনে রয়েছে বিজয় হজার ট্রফি, যা শুরু হবে ২৫ ডিসেম্বর থেকে। অহমদাবাদ, রাজকোট, জয়পুর ও বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ভারতের ঘরোয়া ওয়ান ডে প্রতিযোগিতা। নক আউট ম্যাচ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। দক্ষিণ আফ্রিকা সিরিজ (৩–৯ ডিসেম্বর) ও নিউজিল্যান্ড সিরিজ (১১–১৮ জানুয়ারি)-এর মাঝের এই প্রতিযোগিতায় রোহিত চাইলে ঘরোয়া ক্রিকেটের অন্যান্য ফরম্যাটেও অংশ নিতে পারেন।
যদিও বিজয় হজারে খেলার বিষয়ে ধোঁয়াশা রয়েছে, রোহিত অনুশীলনে যথেষ্ট উৎসাহী। তিনি জিমে শরীরচর্চার পাশাপাশি বিকেসি গ্রাউন্ডে শরদ পওয়ার ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়মিত অনুশীলন করছেন। সম্প্রতি তাঁকে অনুশীলন করতে দেখা গেছে যশস্বী জয়সওয়ালের সঙ্গে। পরে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে এসেছিলেন যশস্বী। বর্তমানে রোহিত একাই অনুশীলন করছেন।
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের পর এখন রোহিত শুধু ওয়ান ডে ক্রিকেট খেলছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর দীর্ঘ সময়ের বিরতির পর ফের খেলায় ফিরে আসেন। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন শুভমন গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ৮ রান পেয়েও পরের দুই ম্যাচে ৭৩ ও ১২১ রান করে সিরিজে সেরার পুরস্কার জিতেছেন। ওয়ান ডে ক্রমতালিকায় আবার শীর্ষে ফেরেন তিনি।
রোহিতের লক্ষ্য ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে অংশ নেওয়া। তবে প্রধান নির্বাচক অজিত আগরকর এবং প্রধান কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, বিশ্বকাপে খেলার নিশ্চয়তা নেই। তাই বোর্ডের ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশের পরও রোহিত খেলবেন কি না, তা নিয়ে পুনরায় সংশয় দেখা দিয়েছে।
আইকে/এসএন