আমরা এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন একটি বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তরুণদের নেতৃত্বে গণ আন্দোলনের পর আমরা এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক এক মুহূর্ত হয়ে উঠবে।

গতকাল বাংলাদেশ সফররত কানাডার পার্লামেন্টারি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। এ সময় রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। কানাডার সিনেটর সালমা আতাউল্লাহজান এবং দুই সংসদ সদস্য সালমা জাহিদ ও সামির জুবেরি রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। সালমা আতাউল্লাহজানের নেতৃত্বে প্রতিনিধিদলটি দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা জোরদার এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করে। প্রধান উপদেষ্টা প্রতিনিধিদলকে চলমান সংস্কার কার্যক্রম ও আগামী ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি অব্যাহত সমর্থনের জন্য কানাডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, আট বছর কেটে গেছে। রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়া ছাড়া এই সংকটের কোনো কার্যকর সমাধান নেই। বর্তমানে প্রায় ১২ লাখ মানুষ এখানে বসবাস করছে। হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে এবং নাগরিকত্ব বা ভবিষ্যৎ সম্পর্কে কোনো নিশ্চয়তা ছাড়াই বড় হয়ে উঠছে। তারা ক্রমশ হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়ছে। এখন আমরা অর্থনৈতিক সংকোচনের মুখে পড়েছি, যা এই সংকটকে আরও জটিল করে তুলেছে।

সিনেটর সালমা আতাউল্লাহজান জানান, তিনি রোহিঙ্গা সংকট বিষয়ে বক্তব্য রাখবেন এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতি কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলছি। এটি অত্যন্ত গুরুতর উদ্বেগের বিষয়। বিশ্বের উচিত তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য মনোযোগী হওয়া। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে অধ্যাপক ইউনূসের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন।

এমপি সামির জুবেরি বলেন, বাংলাদেশ ও কানাডার মানুষের মধ্যে গভীর বন্ধন রয়েছে। কানাডা বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৈচিত্র্যময় করার উদ্যোগ নিচ্ছে।
প্রতিনিধিদলে আরও ছিলেন হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের (এইচসিআই) গ্লোবাল সিইও মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইউএসএ-এর (এইচসিইউএসএ) সিইও মাসুম মাহবুব, গেসটাল্ট কমিউনিকেশন্সের সিইও আহমদ আতিয়া এবং ইসলামিক রিলিফ কানাডার সিইও উসামা খান।

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল রাতে এ তথ্য জানিয়েছে।

প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। এ ছাড়া আওয়ামী লীগের কর্মসূচি ও দেশের ভিতরে নানা সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তি ও দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাতে পারেন। ফেব্রুয়ারিতে আগামী নির্বাচন অনুষ্ঠান নিয়ে আবারও স্পষ্ট বার্তা আসতে পারে।

প্রধান উপদেষ্টা দপ্তরের একাধিক সূত্র জানায়, সংস্কার, পিআর, জুলাই জাতীয় সনদ, গণভোটসহ বিভিন্ন ইস্যুতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে ভাঙন দেখা দিয়েছে। দলগুলো এখন একে অন্যের বিরুদ্ধে বিষোদগার করছে। রাজনৈতিক ঐক্যে এই ফাটলের সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও ফিরতে পারে। ইতোমধ্যে তারা অগ্নিসন্ত্রাস শুরু করেছে। এজন্য যেসব ইস্যুতে এখনো রাজনৈতিক মতানৈক্য রয়েছে, নিজেদের মধ্যে আলোচনা করে সেগুলো দ্রুত সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাতে পারেন প্রধান উপদেষ্টা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলা, অপেক্ষায় দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরা Nov 13, 2025
img
অতিপ্রাকৃত প্রেমের সম্ভাবনা, ম্যাডক সিনেমার নতুন মোড় Nov 13, 2025
img
আরমান মালিকের জীবনে সালমানের অবিস্মরণীয় প্রভাব Nov 13, 2025
img
ক্রিকেটার ইমরুল কায়েসের ডাকঘরে চাকরি, বেতন ৪৪৯০ টাকা Nov 13, 2025
img

মাহফুজ আলম

বিটিভি যেন কোনো রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে Nov 13, 2025
img
জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১১ এজেন্ডা নিয়ে সংলাপে ইসি Nov 13, 2025
আইসিসির মাস সেরা ক্রিকেটার দুই দক্ষিণ আফ্রিকান Nov 13, 2025
বিশ্বকাপে দলের বোঝা হতে চায় না মেসি Nov 13, 2025
img
নারীর জীবন নানা শর্তে বাঁধা, পুরুষের শুধু চাকরির চাপ: অনু ইমানুয়েল Nov 13, 2025
img
কয়জন স্ত্রী?, শারার গায়ে পারফিউম ছিটিয়ে ট্রাম্পের প্রশ্ন Nov 13, 2025
img
সম্পর্ক মধুর না হলে বন্ধুত্বের তকমা অর্থহীন: মিঠুন চক্রবর্তী Nov 13, 2025
img
মহাখালী টার্মিনালে বাস আছে, যাত্রী নেই Nov 13, 2025
img

ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে সফল নির্বাচনের প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের Nov 13, 2025
img
জলবায়ু সংকট আসলে স্বাস্থ্য সংকট : ডব্লিউএইচও Nov 13, 2025
img
খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে কমিশন : সিইসি Nov 13, 2025
img
এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার নতুন তথ্য ফাঁস করলেন ডেমোক্র্যাট সদস্যরা Nov 13, 2025
img
দুই সপ্তাহ পার, এখনও পুরোপুরি সুস্থ নন হাসান মাসুদ Nov 13, 2025
img
সায়েদাবাদ থেকে সীমিত পরিসরে ছাড়ছে দূরপাল্লার বাস Nov 13, 2025
img
জুলাই সনদ ও গণভোট নিয়ে আজ আসতে পারে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত Nov 13, 2025
img
ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী Nov 13, 2025