বলিউড ও টলিউডের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী বন্ধুত্ব নিয়ে একটি গভীর দর্শন শেয়ার করেছেন। দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ার এবং জীবনের অভিজ্ঞতার আলোকে মিঠুন মনে করেন, বন্ধুত্ব কোনো জোর করে তৈরি সম্পর্ক নয়। তিনি বলেন, “বন্ধুত্ব তখনই হয়, যখন নিজেদের মধ্যে সম্পর্কটা মধুর হয়ে ওঠে।
অভিনেতার এই উক্তি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা এবং সুসম্পর্ক থাকলেই সত্যিকারের বন্ধুত্ব গড়ে ওঠে। আজকের দিনে যেখানে অনেকেই বন্ধুত্বকে হালকাভাবে নেন, সেখানে মিঠুনের এই বার্তা বিশেষভাবে প্রাসঙ্গিক। তিনি মনে করেন, সম্পর্ক মধুর না হলে তাকে বন্ধুত্বের তকমা দেওয়ার কোনো অর্থ নেই।
মিঠুন চক্রবর্তী শুধু একজন সফল অভিনেতা নয়, বরং জীবনের সরল সত্য ও মূল্যবোধও নিজের দর্শকদের সামনে তুলে ধরেন। বন্ধুত্বের সহজ অথচ গভীর এই উপলব্ধি বাংলাদেশের দর্শকদের জন্যও গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে কাজ করছে।
আরপি/এসএন