ডিসেম্বরে প্রস্তাবিত একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে রাজি হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান-ভিত্তিক জিও নিউজের সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছিল এই সিরিজে, যেখানে শ্রীলঙ্কাকেও অংশগ্রহণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল।
তবে পিসিবি খেলোয়াড়দের অতিরিক্ত চাপের কথা বিবেচনা করে এই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে। ডিসেম্বর মাসে পাকিস্তানের একাধিক তারকা ক্রিকেটার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকবেন, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল)-এ।
২০২৫ সালের ১৪ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে বিবিএলের ১৫তম আসর, যেখানে মোট ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্স; এই ম্যাচ দিয়েই শুরু হবে বাবর আজমের বিবিএল অভিষেক, সিডনি সিক্সার্সের জার্সিতে। বাবর ছাড়াও মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ, শাদাব খান, হাসান আলি ও হাসান খান খেলবেন আসন্ন বিবিএলে।
এর আগে নভেম্বরেই পাকিস্তান নিজেদের মাটিতে আয়োজন করছে আরেকটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, যেখানে অংশ নেবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।
সিরিজটি শুরু হবে ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে। ১৯ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এরপর লাহোরে ২৩ নভেম্বর পাকিস্তান-জিম্বাবুয়ে ও ২৫ নভেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন পর্ব শেষে শীর্ষ দুই দল ২৯ নভেম্বর গাদ্দাফি স্টেডিয়ামে খেলবে ফাইনাল।
সবমিলিয়ে, ব্যস্ত সূচি ও খেলোয়াড়দের বিশ্রামের কথা মাথায় রেখেই ডিসেম্বরের বাংলাদেশ আয়োজিত ত্রিদেশীয় সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
ইএ/এসএন