ক্রীড়াঙ্গনে আজ ব্যস্ততম দিন পার করছে বাংলাদেশ। দিনের শুরু হয়েছে সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের তৃতীয় দিনের খেলা দিয়ে। ক্রিকেট শুরুর ঘণ্টা দেড়েক পরেই এশিয়ান আরচ্যারিতে সোনার লড়াই ছিল বাংলাদেশের।
কম্পাউন্ড মিশ্র বিভাগে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তাই ফাইনালে সোনা জয়ের একটি আশা ছিল। প্রথম সেটে বাংলাদেশের দুই আরচ্যার হিমু বাছাড় ও বন্যা ৪০ এর মধ্যে ৩৫ স্কোর করেন।
ভারতের মিশ্র জুটি অভিষেক ভার্মা ও দীপ শিখা করেন ৩৯। পরের দুই সেটে বাংলাদেশ ৩৯ আর ভারত ৩৮ স্কোর করে। চতুর্থ ও শেষ সেটে বাংলাদেশের দুই পয়েন্ট ব্যবধান ঘোচাতে পারেনি। চার নম্বর সেট ৩৮-৩৮ স্কোরে সমতা হয়। এতে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ১৫১ আর ভারতের ১৫৩।
ফাইনালে হেরে বাংলাদেশ কম্পাউন্ড দলকে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। আজ বিকেলে কম্পাউন্ড নারী এককের সেমিফাইনালে ভারতের প্রদীপ পৃথিকার মুখোমুখি হবে। ভারতের আরচ্যারকে হারালে বাংলাদেশের আরেকটি অন্তত রৌপ্য নিশ্চিত হবে। সেমিফাইনালে হারলে তখন ব্রোঞ্জের লড়তে হবে মনিকে।
এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশীপ গত চার দিন হয়েছিল জাতীয় স্টেডিয়ামে। আজ বাংলাদেশ-নেপাল ফুটবল ম্যাচের জন্য আরচ্যারি আর্মি স্টেডিয়ামে স্থানান্তরিত হয়েছে। আগামীকাল আরচ্যারি টুর্নামেন্টের পর্দা নামবে। ২০২১ সালে এশিয়ান আরচ্যারি আর্মি স্টেডিয়ামে হয়েছিল। এর আগের আসর ২০১৭ জাতীয় স্টেডিয়ামে করেছিল আরচ্যারি ফেডারেশন।
আইকে/এসএন