শুরুটা করে দিয়ে গিয়েছিলেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। তাদের দেখানো পথে হাঁটলেন শান্ত ও মুমিনুলরা। ব্যাটারদের দাপটে সিলেটে প্রথম টেস্টে দেশের মাটিতে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ল বাংলাদেশ।
১৪১ ওভারে ৮ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। যা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় দলীয় সর্বোচ্চ, একই সঙ্গে দেশের মাটিতে সর্বোচ্চ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ড করেছিল ২৮৬ রান। বাংলাদেশকে ফের ব্যাটিংয়ে নামাতে ৩০১ রান করতে হবে সফরকারীদের।
বাংলাদেশের প্রথম ছয় ব্যাটারের পাঁচজনই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। ২৮৬ বলের ইনিংসে ১৪ চার ও ৪ ছক্কার সাহায্যে সর্বোচ্চ ১৭১ রান এসেছে ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। ১০০ রান করেন অধিনায়ক শান্ত। আয়ারল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন ম্যাথিউ হামফ্রিজ।
ব্যাটারদের দাপটের টেস্টে প্রথমবারের মতো একটি ঘটনারও সাক্ষী হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। নিজেদের টেস্ট ইতিহাসে এবারই প্রথম, টপ-অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। এ ছাড়া প্রথমবারের মতো সিলেটে পাঁচশো ছাড়ানো সংগ্রহ পেল বাংলাদেশ। এর আগে এই মাঠে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৩৮ রান।
টিএম/টিএ