বিশ্বজুড়ে প্রতিভা অন্বেষণে বার্সেলোনার জুড়ি নেই। কাতালান ক্লাবটির বিশ্বসেরা একাডেমি লা মাসিয়া তো আছেই পাশপাশি আনাচে কানাচে ছড়িয়ে থাকা তরুণ প্রতিভাদের উপরও সবসময় নজর থাকে তাদের।
বার্সার চোখ পড়েছে আর্জেন্টিনার এক তরুণ ফরোয়ার্ড থমাস দে মার্টিসের উপর। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি নাকি এই ফরোয়ার্ডকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বর্তমানে কাতারে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দলে আছেন দে মার্টিস। চলতি বিশ্বকাপে এখনো গোল না পেলেও, দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন দে মার্টিস।
১৭ বছর বয়সী দে মার্টিস আর্জেন্টিনার ক্লাব লানুসের হয়ে খেলেন। ইতিমধ্যে ক্লাবের সিনিয়র দলে দুটি ম্যাচ খেলেছেন তিনি। রিজার্ভ দলে ১৯ ম্যাচে করেছেন দুই গোল। আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ১৪ ম্যাচে করেছেন ৯ গোল।
স্পেনের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘গোল’ এর প্রতিবেদন অনুযায়ী, দে মার্টিসের প্রতি বার্সেলোনার আগ্রহ অনেকদিন ধরেই। এই তরুণের সঙ্গে লানুসের চুক্তি রয়েছে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। আগামী জুনে ১৮ বছরে পা দিবেন মার্টিস। সবকিছু ঠিক থাকলে হয়তো বার্সার জার্সিতে দেখাও যেতে পারে এই প্রতিভাকে।
টিএম/টিএ