রাজধানীর গুলিস্তানে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণার দিন সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।
এরমধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের ‘অবস্থান কর্মসূচি’ এবং জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের প্ল্যাটফর্ম ‘জুলাইযোদ্ধা সংসদের’ ব্যানার টাঙাতে দেখা গেছে। এ ছাড়া ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিল।
বিক্ষোভকারীদের দাবি, আওয়ামী লীগের করা নাশকতার প্রতিবাদে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং ১৭ তারিখের রায়ে শেখ হাসিনাসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তারা।
এক পর্যায়ে ভবনের ভেতরের পরিত্যক্ত আসবাব একসঙ্গে করে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
ইউটি/টিএ