আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, ‘বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। একটি জাতিকে ধ্বংস করার জন্য অচল শিক্ষা ব্যবস্থাই যথেষ্ট।’
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে মনোহরগঞ্জ উপজেলার খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘শিক্ষা, খেলাধুলা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক।ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যার ফলে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।সেইসঙ্গে শিক্ষার্থীদের অবশ্যই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের সঠিক ইতিহাস জানতে হবে এবং শৃঙ্খলার সাথে জীবন পরিচালিত করতে হবে।’
আবুল কালাম আরো বলেন, ‘প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব সমন্বয় করে চলতে হবে।
অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। এসব কর্মকাণ্ড উন্নত জাতি গঠনে সহায়ক ভূমিকা যেমন রাখে, তেমনি আমাদের শরীর ও মনকে সতেজ রাখে।’
বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি কমান্ডার আবুল বাশারের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য হুমায়ুন কবির ও প্রধান শিক্ষক মনির আহম্মদের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- সড়ক ও জনপদ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমান, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার নুরুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চুসহ প্রমুখ।
কেএন/টিএ