শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের রেশ থাকতেই পাকিস্তান আইসিসির কাছ থেকে শাস্তির খবর পেল। রাওয়ালপিন্ডিতে মঙ্গলবারের প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটিংয়ের কারণে স্বাগতিকদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসির এমিরেটস প্যানেল অব ম্যাচ রেফারিস আলী নাকভী এই শাস্তি আরোপ করেছেন।
শাহীন আফ্রিদির দল নির্ধারিত সময়ের মধ্যে চার ওভার বল কম করেছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে বল শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হবে।
অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও আসিফ ইয়াকুব, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ ও চতুর্থ আম্পায়ার রশিদ রিয়াজ অভিযোগ আনেন।
পাকিস্তান অধিনায়ক শাহীন শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
প্রথম ওয়ানডেতে সালমান আগার সেঞ্চুরিতে পাকিস্তান ৬ রানে জেতে।
আজ (বৃহস্পতিবার) সিরিজের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল। তবে ইসলামাবাদে বোমা হামলার পর শ্রীলঙ্কার উদ্বেগ-উৎকণ্ঠায় সেটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
একদিন করে পিছিয়ে পাকিস্তান-শ্রীলঙ্কার শেষ দুটি ওয়ানডে হবে যথাক্রমে ১৪ ও ১৬ নভেম্বর।
এছাড়া দুই দেশের সঙ্গে জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরুর কথা ছিল ১৭ নভেম্বর থেকে। দ্বিপাক্ষিক সিরিজ পেছানোয় এরপর একদিন ফাঁকা রাখতে আসন্ন ত্রিদেশীয় লড়াই ১৮ নভেম্বর থেকে শুরু হবে। তবে ফাইনাল হবে যথারীতি ২৯ নভেম্বর। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ ফেব্রুয়ারিতে হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মনে করছে তিন দেশ।
টিজে/টিএ