মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে শুক্রবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দেশটির স্বাধীনতা প্রাপ্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে খেলাটি আয়োজিত হতে চলেছে। ম্যাচের আগে নিজেদের স্পেনে ঝালিয়ে নিচ্ছে আলবিসেলেস্তারা।
স্পেনের ক্লাব এলচের মাঠে উন্মুক্ত অনুশীলন করেছে আর্জেন্টিনা। প্রায় ২০ হাজার দর্শকের সামনে প্রস্তুতি সেরেছেন লিওনেল মেসি-রদ্রিগো ডি পলরা। বিশাল এ জনসমাগম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লিওনেল মেসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লিখেছেন, ‘অনেক দিন হয়ে গেছে আমি এখানে এসেছি। আর সত্যি বলতে, আমি যেখানেই যাই, তোমরা যে ভালোবাসা দেখিয়েছো তা আমাকে এখনও স্পর্শ করে। আজ যারা এসেছিলো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এখানে অনেক আর্জেন্টাইনও ছিল! সবাইকে আবার দেখতে পারাটা সবসময়ই আনন্দের।’ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় ১৪ নভেম্বর স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি বাংলাদেশ সময় গড়াবে রাত ১০টায়।
এবি/টিকে