বলিউড পরিচালক সাজিদ আলী ‘লাইলার মজনু’র পর আবারও প্রেমের ট্র্যাজেডিতে ফিরছেন নতুন প্রকল্প ‘হীর রাঞ্জা’-র মাধ্যমে। প্রখ্যাত পাঞ্জাবি প্রেমকাহিনী অবলম্বনে তৈরি এই চলচ্চিত্রে হীর ও রাঞ্জার গল্পকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখানো হবে। বিশেষ আকর্ষণ হিসেবে হীর চরিত্রে নয়া মুখ আনছেন সাজিদ, আর রাঞ্জার চরিত্রে থাকছেন এক সুপরিচিত বলিউড তারকা, যার নাম এখনও ঘোষণা করা হয়নি।
অডিশন ও স্ক্রিন টেস্ট চলছে, যাতে চরিত্রের মানসিক গভীরতা ঠিকভাবে ফুটে উঠে। ‘লাইলার মজনু’র পুনঃমুক্তির পর ব্যাপক প্রশংসা ও সাফল্য সাজিদকে আত্মবিশ্বাস দিয়েছে, এবং তিনি আশা করছেন ‘হীর রাঞ্জা’ও প্রজন্মের নতুন প্রেমিক ও দর্শকের কাছে ছাপ ফেলবে। প্রযোজনা সংস্থার সমর্থনে শীঘ্রই ছবির শুটিং শুরু হবে। নতুন মুখ, পুরনো গল্প এবং আবেগঘন কাহিনি নিয়ে ফের একটি হৃদয়ছুঁয়ে যাওয়া প্রেমের ট্র্যাজেডির অপেক্ষা।
এবি/টিকে