বলিউড পরিচালক করণ জোহর তাঁর ১৯৯৮ সালের আইকনিক ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’র সম্ভাব্য রিমেকের জন্য স্বপ্নের কাস্ট ঘোষণা করে ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছেন। সানিয়া মির্জার অনুষ্ঠানে করণ জোহর বলেন, আলিয়া ভাট অনজলি চরিত্রের জন্য চমৎকার হবে, রণবীর সিং রাহুলের ভূমিকায় মানানসই এবং আনন্যা পাণ্ডে টিনা চরিত্রে দারুণ মানাবে। তিনি আরও উল্লেখ করেন যে টিনার চরিত্রে জানভি কাপুর বা সারা আলি খানও ফিট হতে পারেন।
যদিও রিমেকের কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, করণের মন্তব্য ৯০’র দশকের বলিউডের জাদু ও আধুনিক দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা দেখায়। একই সঙ্গে তিনি বলেছিলেন, কোনো অভিনেতাকে পরিবারের চাপের কারণে লঞ্চ করেননি। নতুন প্রজন্মের এই স্বপ্ন কাস্ট বাস্তবায়িত হবে কি না, তা সময়ই বলবে, তবে উত্তেজনা ইতিমধ্যেই তৈরি।
এবি/টিকে