স্ত্রী নীলাঞ্জনা ঘোষ পাশে না থাকলে গৌতম ঘোষ বিশ্বমানের পরিচালক হয়ে উঠতে পারতেন না। তিনি সদ্য হারিয়েছেন স্ত্রীকে। বৃহস্পতিবার এ কথা পরিচালক আরও একবার নিজমুখে স্বীকার করলেন।
তাঁর কথায়, "স্ত্রীকে পাশে না পেলে এত দিন ধরে ছবি বানাতে পারতাম না। নীলাঞ্জনা আমায় সারা ক্ষণ আগলে রেখেছে। আমার কাজে নানা ভাবে সহযোগিতা করেছে। আমি আজ যা, যতটুকু, সবটাই ওর জন্য।"
কেন স্ত্রীকে মনে পড়ল 'মনের মানুষ' পরিচালকের? এ বছর আন্তর্জাতিক সমালোচক সংগঠন 'ফিপ্রেসকি'-র ১০০ বছর উদযাপন। সেই উপলক্ষে, আন্তর্জাতিক বিনোদন দুনিয়ায় অবদানের নিরিখে 'জীবনকৃতি' সম্মান পেলেন পরিচালক গৌতম ঘোষ। সেই সম্মান পাওয়াই তাঁকে মনে করিয়ে দিল স্ত্রী কথা।
গত ১৮ অক্টোবর ৭০ বছর বয়সে প্রয়াত হন নীলাঞ্জনা ঘোষ। নানা সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তাঁর হাতের কাঁথাশিল্পের কাজ ছিল দেখার মতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছিলেন।
এ বার কি অবসর পরিকল্পনা? কাজে দাঁড়ি পড়া? আনন্দবাজার ডট কম-এর প্রশ্নের জবাবে গৌতম স্পষ্ট জানিয়ে দিলেন, এখনই অবসরের কোনও পরিকল্পনা নেই। তাঁর কথায়, ‘‘এই সম্মানলাভ কোনও ভাবেই আমাকে অবসরের দিকে ঠেলবে না।’’
এবি/টিকে