১ ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল ফ্রান্স

ম্যাচ জুড়ে আক্রমণে একচেটিয়া দাপট দেখাল ফ্রান্স। দারুণ কয়েকটি সেভ করলেন ইউক্রেইনের গোলরক্ষক। এর মাঝেই অবশ্য গোল মিলল চারটি। জয়ের পথে ফেরার পাশাপাশি এক ম্যাচ হাতে রেখে আগামী বিশ্বকাপের মূল পর্বের টিকেট নিশ্চিত করল দিদিয়ে দেশমের দল।

প্যারিসে বৃহস্পতিবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে ফ্রান্স। সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে, আর মাইকেল ওলিসে ও উগো একিটিকে একটি করে।

আরেক ম্যাচে মলদোভার মাঠে শেষ দিকের দুই গোলে ২-০ ব্যবধানে জিতে কিঞ্চিৎ আশা বাঁচিয়ে রেখেছে ইতালি। ৮৮তম মিনিটে জানলুকা মানচিনি দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান এসপোসিতো।



যদিও আগের দুই বিশ্বকাপে খেলতে না পারা ইতালির সরাসরি ২০২৬ আসরে খেলার বাস্তবিক সম্ভাবনা নেই বললেই চলে। ‘আই’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে এস্তোনিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া নরওয়ে সাত ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি। আগামী রোববার মুখোমুখি হবে এই দুই দল। সেখানে শুধু জিতলেই হবে না ইতালির, নরওয়ের (২৯) সঙ্গে ১৭ গোলের ব্যবধানও ঘোচাতে হবে তাদের (১২), যা প্রায় অসম্ভব।

এবারের বাছাইয়ের প্রথম দেখায় হলান্ড-সরলথদের নরওয়ের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের চূড়ায় ফ্রান্স। সমান ম্যাচে ৭ পয়েন্ট করে নিয়ে আইসল্যান্ড দুইয়ে, ইউক্রেইন তিনে আছে। চার নম্বরে আজারবাইজানের ১ পয়েন্ট।

ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে গ্রুপের শীর্ষ দল সরাসরি খেলবে বিশ্বকাপে, রানার্সআপকে পেরিয়ে আসতে হবে প্লে-অফের বাধা। ইউক্রেইনের বিপক্ষে ৭০ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২৫টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে ফ্রান্স। ইউক্রেইন শট নিতে পারে মাত্র একটি, সেটাও লক্ষ্যভ্রষ্ট।

সপ্তদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ফ্রান্স। বক্সের বাইরে থেকে এমবাপের নিচু শট ঝাঁপিয়ে ঠেকান ইউক্রেইন গোলরক্ষক ত্রুবিন। ৪১তম মিনিটে আরেকটি দারুণ সেভে ত্রুবিন রক্ষা করেন ইউক্রেইনকে। ব্রাডলি বারকোলার বাঁকানো শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ইউক্রেইনের ইয়েহোর নাজারিনা ফ্রান্সের বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে সফরকারীরা। ভিএআর মনিটরে দেখে তাদের দাবি নাকোচ করে দেন রেফারি।
তিন মিনিট পরই উল্টো পেনাল্টি পায় ফ্রান্স। ফাউলের শিকার হন মাইকেল ওলিসে। পানেনকা শটে দলকে এগিয়ে নেন এমবাপে।

৭৬তম মিনিটে সতীর্থের পাস পেয়ে বক্সে বাঁ পায়ের শটে ব্যবধান বাড়ান ওলিসে। ৮৩তম মিনিটে কাছ থেকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এমবাপে। ফ্রান্সের হয়ে ৯৪ ম্যাচে এমবাপের গোল হলো ৫৫টি, সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে তার চাই আর দুটি। ৫৭ গোল নিয়ে চূড়ায় আছেন অলিভিয়ে জিরু। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে স্কোরশিটে নাম তোলেন দ্বিতীয়ার্ধে বদলি নামা একিটিকে। এমবাপের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে নিচু শটে জালে পাঠান লিভারপুল ফরোয়ার্ড।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাজনৈতিক নেতাদের সহযোগিতা ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয় : আনোয়ারুল Nov 14, 2025
img
চীনে উদ্বোধনের পরই ভেঙে পড়ল সেতু Nov 14, 2025
img
তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সমৃদ্ধির: আবু সুফিয়ান Nov 14, 2025
img
শুকনা খাবারে লবণ বেশি হলে কী করবেন Nov 14, 2025
img
রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে শ্রমিকদল নেতার মৃত্যু Nov 14, 2025
img
দিল্লি সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান Nov 14, 2025
img
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৯২৩ জন Nov 14, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 14, 2025
মোস্ট ওয়ান্টেড থেকে হোয়াইট হাউস: শারার ঐতিহাসিক সফর Nov 14, 2025
ভারত চীনের সীমান্তে লাদাখে নতুন সামরিক বিমানঘাঁটি উদ্বোধন Nov 14, 2025
img
পর্তুগালের হয়ে প্রথম লাল কার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর, আইরিশদের বিপক্ষে হার Nov 14, 2025
যে কারণে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালো বিএনপি! Nov 14, 2025
জন্মদিনের রেশ কাটতেই রাজকীয় লুকে মিম Nov 14, 2025
“এই মন তোমাকে দিলাম” গানের এক মুহূর্তেই বিতর্কে পরী Nov 14, 2025
খোয়াবনামায় মিলিয়ন ভিউ, অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেলেন তৌসিফ Nov 14, 2025
হাসিমুখে প্রেম প্রকাশ, উচ্ছ্বসিত রাশমিকা Nov 14, 2025
হামজার গোলটা ক্লাসিক, বাংলাদেশের খেলার উন্নতি হয়েছে: ক্রীড়া উপদেষ্টা আসিফ Nov 14, 2025
img
ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শুরু আজ Nov 14, 2025
img
চুয়াডাঙ্গায় ২০ জামায়াত নেতাকর্মীর বিএনপিতে যোগদান Nov 14, 2025
img
জাবিতে আ. লীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ Nov 14, 2025