২৫ বছর পর ভারতের মাটিতে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ শুক্রবার থেকে দুই ম্যাচের টেস্ট খেলতে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দীর্ঘদিন ধরে সিরিজ না হারার রেকর্ড ধরে রাখতে মরিয়া স্বাগতিক ভারত।
কলকাতার ইডেন গার্ডেন্সে সকাল ১০টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০০০ সালে সর্বশেষ ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল প্রোটিয়ারা।
এরপর ভারতের মাটিতে পাঁচটি টেস্ট সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে ভারতের জয় তিন সিরিজ এবং ড্র হয় দুই সিরিজ। এছাড়া ভারতের মাটিতে শেষ ১৫ বছরে একটিও টেস্ট ম্যাচ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালে সর্বশেষ টেস্ট জিতেছিল প্রোটিয়ারা। ২০১৫ ও ২০১৯ সালে কোন টেস্ট না জিতেই সিরিজ শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে ভারত। ৭ ম্যাচে ৬১.৯০ শতাংশ পয়েন্ট আছে তাদের। গত আসরের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মত টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দক্ষিণ আফ্রিকা। চলতি চক্রে ২ টেস্ট খেলে ৫০ শতাংশ পয়েন্ট আছে প্রোটিয়াদের।
এদিকে, দিল্লি বিস্ফোরণের কারণে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের ভেন্যু ইডেন। প্রথম টেস্টের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কলকাতার আইনশৃঙ্খলা বাহিনী।
এসএস/টিএ