অভিনেত্রী সোনাক্ষী সিন্হা যে কোন কাজেই ঘিরে থাকেন সংবাদ শিরোনামে, এবার তেমনই নজর কাড়েছে তার একটি বিজ্ঞাপন। সম্প্রতি প্রকাশিত একটি বিজ্ঞাপনে দেখা গেছে, সোনাক্ষীকে ‘গ্রেফতার’ করা হয়েছে। বিষয়টি নজরে পড়তেই তড়িঘড়ি ব্যবস্থা নেন তার বাবা, বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিন্হা।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর আগে সোনাক্ষী একটি প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হন। সেই সংস্থার প্রচারমূলক বিজ্ঞাপনে তার ‘গ্রেফতার’ দৃশ্য প্রকাশ্যে আসে।
ছবি দেখে শত্রুঘ্ন সিন্হা খুবই চিন্তিত ও ক্ষুব্ধ হয়ে সংস্থার প্রতিষ্ঠাতার সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানতে চেয়েছিলেন, মেয়েকে নিয়ে যা দেখানো হয়েছে, তার সত্যতা কতটুকু। পরে আশ্বস্ত হলেও শুরুতে অভিনেতা বিচলিত ছিলেন।
এ বিষয়ে জানা যায়, সোনাক্ষীর পরিবার ভিনধর্মে নিজের পছন্দের পাত্র জ়াহির ইকবালকে বিয়েতে আপত্তি জানায়নি। শত্রুঘ্ন নিজেই জানিয়েছেন, মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তবে সোনাক্ষীর বাড়িতে নিয়মকানুন কড়াকড়ি, বিশেষ করে প্রাপ্তবয়স্ক হওয়ার পর নির্দিষ্ট সময়ে বাড়ি ফেরার নিয়ম থাকায় অতীতে সোনাক্ষী ও জ়াহিরের মাঝে মাঝে মনোমালিন্যও ঘটেছে। এখন সেই বিষয়গুলো সমাধান হয়েছে এবং শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
এমকে/এসএন