ঢাকার আলোচনায় একবারেই কেন্দ্রবিন্দুতে চলে এলেন হিরো আলম। মডেল থেকে শুরু করে গায়ক-অভিনেতা হয়ে যাত্রা শুরু করা এই বিতর্কিত ইউটিউবার তাঁর ব্যক্তিগত জীবনের নানা ঘটনা দিয়ে বারবার সংবাদ শিরোনামে আসেন। সম্প্রতি প্রাক্তন স্ত্রী রিয়ামণির সঙ্গে ডিভোর্সের পর তাঁর নতুন সিদ্ধান্ত আর বিস্ফোরক মন্তব্য সবাইকে চমকে দিয়েছে।
হিরো আলমের দাবি, প্রাক্তন স্ত্রী রিয়ামণি তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। “আমার সঙ্গে থাকাকালীন পরপুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছিল রিয়ামণি। ঘোরাফেরার পাশাপাশি একসঙ্গে থাকতও। সেই খবর এলাকায় পৌঁছাতেই তার প্রেমিক গণপিটুনির মুখে পড়েছিল। সেই দায়ই রিয়ামণি আমার ওপর চাপিয়ে মামলা দায়ের করেছে,” তিনি জানিয়েছেন। তবে পালটা প্রতিশোধের পরিকল্পনাও আছে তাঁর। হিরো আলম জানান, পরকীয়ার খবর পেয়ে তিনি রিয়াকে তালাক দিয়েছেন। এরপর তিনি দুধ দিয়ে স্নান করেছেন, যা তাঁর মতে নিজের মন ও জীবনকে শুদ্ধ করার এক প্রতীকী কাজ।
এবারের সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, হিরো আলম বাংলাদেশের মেয়েকে আর বিয়ে করবেন না। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এবার কলকাতার পাত্রীকে বিয়ে করার ইচ্ছা আছে।
অভিনয়ের বাইরে হিরো আলমের রাজনৈতিক আগ্রহও কম আলোচনার বিষয় নয়। তিনি সম্প্রতি ঘোষণা করেছেন, আগামী সাধারণ নির্বাচনে বাংলাদেশে ভোটে অংশগ্রহণের ইচ্ছা রয়েছে। যদিও কোন দলের হয়ে ভোটে অংশ নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি, তবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দরকষাকষি চলছে বলে জানা গেছে।
ব্যক্তিগত জীবন, বিতর্ক আর রাজনৈতিক পরিকল্পনা সব মিলিয়ে হিরো আলম যেন এক প্রজেক্টের মতো নিয়মিত সংবাদ শিরোনামে থাকছেন। তাঁর কর্মকাণ্ড, মন্তব্য আর সিদ্ধান্ত সব সময়ই ভক্ত ও সমালোচকদের কৌতূহল বাড়িয়ে দেয়।
আরপি/এসএন