জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে বলে মনে করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলছেন, ভাষণের পূর্বে নির্বাচন নিয়ে যত সংশয় ছিল সব কেটে গেছে। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, কারণ সকল দলের কথা মাথায় রেখেই তিনি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ভাষণ দিয়েছেন। আলাদাভাবে নির্বাচন এবং গণভোট আয়োজনের পর্যাপ্ত সময় নেই। একই দিনে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত ইতিবাচক।
শুক্রবার রাজধানীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নুরু বলেন, সামগ্রিকভাবে সকল দলের আবেদনকে বিবেচনা করেই প্রধান উপদেষ্টা একটি ভারসাম্য আনার চেষ্টা করেছেন। এখন আর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে কোনো ধোঁয়াশা নেই।
কেএন/এসএন