নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। জোড়া গোল করা হামজা চৌধুরী নেপাল ম্যাচের হতাশা ভুলে এখন ভারত ম্যাচের দিকে তাকিয়ে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ-নেপাল ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আরও এক হতাশার রাতের শেষ হলো। ম্যাচটা অবশ্যই জেতা উচিত ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ এমন ভালোবাসার জন্য। বড় একটা ম্যাচের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। আলহামদুলিল্লাহ।’
এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৬ ম্যাচে ৪ গোল ও একটি অ্যাসিস্ট করেছেন হামজা। তাছাড়া গত রাতে জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে চোখধাঁধানো বাইসাইকেল কিকে গোল করে প্রশংসায় ভাসছেন তিনি। যে তালিকায় আছেন জাতীয় ক্রিকেটার রুবেল হোসেন ও তাসকিন আহমেদরাও।
১৮ নভেম্বর ভারতের বিপক্ষে হামজা-জায়ানরা খেলার আশায় আছেন। তারা চোট পেলেও এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে ম্যাচ শেষে জানিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা,‘গুরুতর কিছু নয়, সামান্য পেশির টান। এমন কিছু হয়নি যাতে করে ভারত ম্যাচের জন্য তারা ঝুঁকিতে থাকবে।’
আইকে/এসএন