বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে। জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচিতে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজনসহ ৫দফা দাবি করা হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ২টায় নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক বদরুল আমিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা এসিস্ট্যন্ট সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা, জহিরুল ইসলাম, অধ্যাপক আবুল হাশেম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা আমির হাফেজ দেলোয়ার হোসেন প্রমুখ।
এদিকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের আয়োজনে একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করা হয়।
টিজে/টিকে