ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হল আর্জেন্টিনার। মেক্সিকোর বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়ে ও পরে আবার পিছিয়ে পড়ে আলবিসেলেস্তেরা। শেষদিকে সমতায় ফিরে তারা। পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা। আকাশি-নীলদের হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে মেক্সিকো। পরবর্তী রাউন্ডে পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলের মুখোমুখি হবে তারা।
কাতারের দোহার অ্যাসপায়ার জোনের ২ নাম্বার পিচে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করে আর্জেন্টিনা ও মেক্সিকো। আলেবিসেলেস্তেদের হয়ে গোল করেন রামিরো তুলিয়ান ও ফের্নান্দো ক্লোস্টার। মেক্সিকোর হয়ে গোল দুটি করেন লুইস গাম্বোয়া। টাইব্রেকারে গ্যাস্টন বোউয়ের এর শট ঠেকিয়ে দেন মেক্সিকো গোলরক্ষক সান্তিয়াগো লোপেজ।
ম্যাচের ৯ মিনিটে লিড পায় আর্জেন্টিনা। তুলিয়ান গোল করেন। ১-০তে এগিয়ে বিরতিতে যায় আলেবিসেলেস্তে দলটি। বিরতির পর ফিরে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। ৪৮ মিনিটে গোল করে সমতায় ফেরান গাম্বোয়া। ১০ মিনিট দলকে এগিয়ে নেন তিনি। ৮৭ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ফের্নান্দো। ২-২ গোলে শেষ হয় নির্ধারিত সময়।
নিয়ম অনুযায়ী সরাসরি টাইব্রেকারে গড়ায় ভাগ্য নির্ধারণী। সেখানে আর্জেন্টিনার নেয়া প্রথম শট ঠেকিয়ে দেন মেক্সিকো গোলরক্ষক। পরে দুদলই বাকি শটগুলো জালে পাঠালে ৫-৪ ব্যবধানে জিতে শেষ ষোলোর টিকিট কাটে মেক্সিকো।