ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শেষ ষোলতে পৌঁছেছে মরক্কো। পুরো আসর জুড়ে অসাধারণ খেলেছেন কাভান। গ্রুপ পর্বে দুই গোল এবং একটি অ্যাসিস্ট করেন তিনি। দ্বিতীয় রাউেন্ডের ম্যাচেও অ্যাসিস্ট করেন তিনি। টাইব্রেকারে করেছেন গোল। তবে তার দল টাইব্রেকারে হেরেছে ৪-৩ ব্যবধানে।
কাতারের দোহার অ্যাসপায়ার জোনের ৭ নাম্বার পিচে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে যুক্তরাষ্ট্র-মরক্কো। মার্কিনদের হয়ে গোল করেন জুড টেরি।
মরক্কোর হয়ে গোল করেন আব্দেল্লাহ কুয়াযানে।
ম্যাচের ২১ মিনিটে কাভানের অ্যাসিস্টে গোল করেন টেরি। ম্যাচ শেষ হওয়ার ১ মিনিট আগে হামজা বউহাদির অ্যাসিস্টে গোল করেন কুয়াযানে।
নিয়ম অনুযায়ী সরাসরি টাইব্রেকারে গড়ায় ভাগ্যনির্ধারণী। প্রথম শট নেয় মরক্কো, যেখানে থেকে গোল করেন জিয়াদ বাহা।যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম শটে গোল করেন কাভান। বাকি শটগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র দুইটি এবং মরক্কো মিস করে একটি। ৪-৩ ব্যবধানে জয় পায় মরক্কো। শেষ ষোলোতে মরক্কোর প্রতিপক্ষ মালি।