২৬ মাস পর বাবর আজমের সেঞ্চুরি, পাকিস্তানের সিরিজ জয়ে স্বস্তি

দীর্ঘ সাড়ে ২৬ মাসের অপেক্ষার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন বাবর আজম। তিন ফরম্যাট মিলিয়ে ৮৩ ইনিংস পর তার সেঞ্চুরি পাওয়ার দিনে দাপুটে জয় পেলো পাকিস্তানও। তাতে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো স্বাগতিকরা।

রাওয়ালপিন্ডিতে শুক্রবার (১৪ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ২৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখে বাবরের অপরাজিত শতকে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। দলের জয়ে ফখর জামান ৭৮ রান আর মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ফিফটি হাঁকিয়ে অবদান রাখেন। লঙ্কানদের পক্ষে ২টি উইকেটই নেন দুশমন্থ চামিরা।
 
এদিন রান তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পাকিস্তান। দশম ওভারের চতুর্থ বলে ওপেনিং জুটি ভাঙার আগে দলের খাতায় ৭৭ রান এনে দেন ফখর জামান ও সাইম আইয়ুব। ২৫ বলে ৫ ও ১ ছক্কায় ৩৩ রান করে দুশমন্থ চামিরার বলে ক্যাচ তুলে দেন সাইম। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে তো জয়ের ভিতই গড়ে নেন ফখর ও বাবর আজম। ফিফটি হাঁকিয়ে সেঞ্চুরির পথে এগোতে থাকেন ফখর। কিন্তু চামিরার বলে ক্যাচ তুলে দিয়ে তাকে থামতে হয় ৭৮ রানে। বাবরের সঙ্গে ১০০ রানের জুটি গড়ে বিদায় নেয়ার আগে ৯৩ বলে ৮ চার ও ১ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি।
 

তবে এদিন সেঞ্চুরির সুযোগ মিস করেননি বাবর। দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে ২৬ মাস পর সেঞ্চুরির দেখা পেলেন এ ব্যাটার। সবশেষ ২০২৩ সালের আগস্টে নেপালের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ১৫১ রানের ইনংস খেলেছিলেন এ ব্যাটার। এরপর তিন ফরম্যাটে ৮৩ ইনিংস খেলেও সেঞ্চুরি পাননি তিনি। ১১৯ বলে ৮ চারের মারে শেষ পর্যন্ত ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে ৫৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫১ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। দুজনের ১১২ রানের অপরাজিত জুটিতে জয় নিশ্চিত হয় পাকিস্তানের।
 
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে  ২৮৮ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। দলের হয়ে ৬৩ বলে ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন জানিথ লিয়ানাগে। এছাড়া কামিন্দু মেন্ডিস ৪৪ ও সাদিরা সামারাবিক্রমা ৪২ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট তুলে নেন হারিস রউফ ও আব্রার আহমেদ।
 
সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ রানের ব্যবধানে জিতেছিল পাকিস্তান। শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৬ নভেম্বর।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সুফিয়ান গ্রেপ্তার Nov 15, 2025
img
শেখ হাসিনা হাজারো মায়ের বুক খালি করেছে: কামাল জামান মোল্লা Nov 15, 2025
img
নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা Nov 15, 2025
img
আইপিএলে নতুন ঠিকানায় মোহাম্মদ শামি Nov 15, 2025
img
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে একটি থানায় বিস্ফোরণ, নিহত ৭ Nov 15, 2025
img
২৬ মাস পর বাবর আজমের সেঞ্চুরি, পাকিস্তানের সিরিজ জয়ে স্বস্তি Nov 15, 2025
img
আল্লাহর অপার করুণা আমরা আ. লীগ থেকে দুজনই বহিষ্কার হয়েছি : লতিফ সিদ্দিকী Nov 15, 2025
আলাস্কা সামিটেও শান্তির আলো দেখা যাচ্ছে না Nov 15, 2025
গাজায় বাহিনী গঠনের মার্কিন প্রস্তাবে আপত্তি চীন-রাশিয়াসহ একাধিক আরব দেশও Nov 15, 2025
"জুলাই আন্দোলনকে অন্য খাতে নিতে বিএনপির চেষ্টা" Nov 15, 2025
ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন Nov 15, 2025
একের পর এক টার্মিনাল হস্তান্তর, চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটরদের দখল Nov 15, 2025
জেনেভা ক্যাম্পে ককটেল উদ্ধার নিয়ে যা জানালো পুলিশ Nov 15, 2025
'অন্যদের কেনা যায়, কমিউনিস্ট পার্টিকে কেনা যায় না' Nov 15, 2025
যে স্পোর্টসে আমরা ভালো করছি, সেগুলোতে আরও ফোকাস করব : ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ Nov 15, 2025
বিশ্বকাপের টিকিট নিশ্চিত ফ্রান্সের Nov 15, 2025
অমিতাভ রেজার তৃতীয় বিয়ে, পরিচয় পেলেন নতুন জীবনসঙ্গী Nov 15, 2025
রাহুল কুমার বিয়ে করলেন তুর্কি কেজিবানের সঙ্গে Nov 15, 2025
শাহরুখের নতুন রূপে মুম্বাইয়ে বিলাসবহুল আয়োজন Nov 15, 2025
মিস ইউনিভার্সে বাংলাদেশের মিথিলার জোড়ালো লিড Nov 15, 2025