বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মোশারফ হোসেন রাজনৈতিক দলগুলোকে ষড়যন্ত্রের পথ ছেড়ে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) কাহালু উপজেলার মুরইল ও মালঞ্চা ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে তিনি এই আহ্বান জানান।
মোশারফ হোসেন বলেন, বর্তমান সময়ে দেশের মানুষের প্রধান চাহিদা একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা। এটা সম্ভব শুধু সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে। জনগণ এখন তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটের অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন সমস্যা শুধু নির্বাচিত প্রতিনিধি ও সরকারের মাধ্যমে সমাধান সম্ভব। এর বাইরে কোনো সংস্থা বা সরকার জনগণের প্রয়োজন ও মনের কথা পূর্ণভাবে বুঝতে পারবে না। নির্বাচিত সরকার কার্যকর হলে সেই সব সমস্যা সমাধান সম্ভব।
আরপি/টিএ