এশিয়া কাপ রাইজিং স্টারসের মঞ্চে আজ বাংলাদেশের গুরুত্বপূর্ণ লড়াই। টুর্নামেন্টের সূচি অনুযায়ী আজ দুপুর ১২টা ৩০ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল ও হংকং। প্রতিযোগিতার এই ধাপে জয় পেলে এগিয়ে যাবে বাংলাদেশের তরুণরা, আর তাই ম্যাচ ঘিরে দারুণ উত্তেজনা দলে ও সমর্থকদের মধ্যে।
বাংলাদেশ ‘এ’ দল ইতোমধ্যেই নিজেদের ছন্দ খুঁজে পেয়েছে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমান তালে লড়াই করার প্রত্যয় নিয়ে তারা নামছে মাঠে। প্রতিপক্ষ হংকং যদিও শক্তিশালী না হলেও তাদের চমক দেওয়ার ক্ষমতা আছে, সে কারণেই ম্যাচটিকে ছোট করে দেখছে না দলটি।
দুপুরের ম্যাচটিতে স্পিন ও মিডিয়াম পেসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন কোচিং স্টাফ। ব্যাট হাতে আক্রমণাত্মক শুরু ও শেষ দিকে ঠান্ডা মাথার ব্যাটিং এই দুইয়ের সমন্বয়েই জয়ের পথ খুঁজবে বাংলাদেশ ‘এ’ দল।
এশিয়া কাপ রাইজিং স্টারসের শিরোপা লড়াই আরও রোমাঞ্চকর হয়ে উঠতে পারে এই ম্যাচের ফলেই। তাই দুপুর ১২টা ৩০ মিনিটে যখন মাঠে নামবে দুই দল, তখন নজর থাকবে বাংলাদেশের তরুণ প্রতিভাদের ওপর।
এসএস/টিএ