নারী কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

জাতীয় খেলা কাবাডি। সেই কাবাডির নারী বিশ্বকাপ আয়োজন করছে বাংলাদেশ। আগামী পরশু দিন (সোমবার) মিরপুরের শহীদ সোহরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ। সেজন্য আজ (শনিবার) আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল ঘোষণা করেছে কাবাডি ফেডারেশন।

দল ঘোষণার সময় অধিনায়ক, কোচ কেউই উপস্থিত ছিলেন না। তাই মিডিয়া সরাসরি প্রস্তুতি, লক্ষ্য নিয়ে কিছু জানতে পারেনি। ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘কাবাডি দল বিকেএসপিতে অনুশীলন করছে। এজন্য দলের কাউকে আনা সম্ভব হয়নি।’



আগামীকাল (রবিবার) টুর্নামেন্টের ট্রফি উন্মোচন। এটা বেশ ভিন্ন পরিসরে এবং দারুণ আড়ম্বরভাবেই হচ্ছে বললেন তিনি, ‘প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বিকেলে যমুনায় ১১ দলের অধিনায়কদের সঙ্গে নিয়ে ট্রফি উন্মোচন হবে। বাংলাদেশে আয়োজিত প্রথম নারী কাবাডি বিশ্বকাপ স্মরণীয় ও ঐতিহাসিক করে রাখার জন্য আমাদের এই চেষ্টা।’

নারী কাবাডি বিশ্বকাপের অন্যতম আকর্ষণ ছিল ফুটবলে জনপ্রিয় দেশ আর্জেন্টিনার আগমন নিয়ে। আর্জেন্টিনা না আসায় টুর্নামেন্টের আকর্ষণ খানিকটা কমেছে। মাসখানেক আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাগতিকসহ ১৪ দেশের অংশগ্রহণের কথা বলেছিল কাবাডি ফেডারেশন। টুর্নামেন্টের দুই দিন আগে আজ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ১১ দেশের কথা। এ নিয়ে সাধারণ সম্পাদক বলেন, ‘আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন আমাদের ১৪টি দেশ চূড়ান্ত ও দুটি দেশ পোল্যান্ড ও পাকিস্তানকে স্ট্যান্ডবাই রেখেছিল। সেই ১৪ দেশের মধ্যে জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা আসছে না। এদের পরিবর্তে স্ট্যান্ডবাই হিসেবে পাকিস্তান ও পোল্যান্ডের খেলার সুযোগ ছিল।

পাকিস্তান আসবে না, পোল্যান্ড আসছে। আমরা স্বাগতিক হিসেবে স্থানীয় আবাসন, যাতায়াত প্রদান করব। টুর্নামেন্টে আগমন ও অংশগ্রহণের বিষয়টি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের।’

বাংলাদেশ গত কয়েক বছর আন্তর্জাতিক কাবাডি আয়োজন করেছে। সেখানে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও রয়েছে। এরপরও অনেক প্রতিপক্ষ আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলে। বিশ্বকাপের মতো আসরে আম্পায়ারিংয়ের নিরপেক্ষতা নিয়ে সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দেশের ১২ জনসহ আন্তর্জাতিক আম্পায়ার থাকবেন কয়েকজন। ভারতের আম্পায়ারিংয়ের মান ভালো, সেখান থেকেও বেশ কয়েকজন আম্পায়ার আসছেন।’

বাংলাদেশের কাবাডির র‌্যাংকিং পাঁচ। কাবাডিতে সেমিফাইলে উঠলেই ব্রোঞ্জ পদক পাওয়া যায়। তাই বিশ্বকাপে পদকের প্রত্যাশা বাংলাদেশের, ‘আগামীকাল টুর্নামেন্টের গ্রুপিংঅনুষ্ঠিত হবে। আমাদের প্রস্তুতি ভালো এবং ইরানে এশিয়ান নারী কাবাডিতে পদক জেতায় অবশ্যই বিশ্বকাপে পদকের প্রত্যাশা করছি।’

বিশ্বকাপে বাংলাদেশ দল- শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী আক্তার,স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার (জুনিয়র),আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান ও তাহরিম।

কোচ- শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান। 

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড! ঘটনায় ক্ষোভে/ ফুঁসছে সাধারণ মানুষের Nov 15, 2025
পুনরায় চালু হলো ঐতিহাসিক পি এস মাহসুদ Nov 15, 2025
img
'সাফল্যের জন্য ঘামই একমাত্র পথ' Nov 15, 2025
আখতার হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ! Nov 15, 2025
img
নতুন কোনো দাবি আমরা মানব না : মেজর হাফিজ Nov 15, 2025
img
তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনে রদবদল করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Nov 15, 2025
img
প্রিন্সের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ Nov 15, 2025
img
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল Nov 15, 2025
img

নুসরাত ফারিয়া

শাকিবের কাজ নিয়ে মন্তব্য করার আমি কেউ নই Nov 15, 2025
img
চীনা নাগরিকদের জাপানে না যাওয়ার পরামর্শ বেইজিং কর্তৃপক্ষের Nov 15, 2025
img
তিন জনকে রাষ্ট্রদূত নিয়োগের সংবাদটি ভিত্তিহীন : প্রেসসচিব Nov 15, 2025
img
হাদিকে লক্ষ্য করে নির্বাচনী প্রচারণায় গায়ে ছুড়ে মারল ময়লা পানি Nov 15, 2025
img
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস পা রাখলেন ৭৭ বছরে Nov 15, 2025
img
লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানি Nov 15, 2025
img
পাকিস্তানের সংবিধান পরিবর্তন, সেনাপ্রধান পেলেন গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন মুক্তি Nov 15, 2025
img

মঞ্জুরুল আলম পান্না

সাংবাদিকতার পুরস্কার হিসেবে পেলাম ‘ফ্যাসিবাদের দোসর’ Nov 15, 2025
img
জীবনের চ্যালেঞ্জ থেকে শিখেছি বিনয় : ইমরান হাশমি Nov 15, 2025
img

স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামবে Nov 15, 2025
img
নারী কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ Nov 15, 2025
img
দাদুর জীবনী পড়ে জেনেছি, কত পরিশ্রম করলে 'ফ্লপ মাস্টার জেনারেল' তকমা সরিয়ে মহানায়ক হওয়া যায় Nov 15, 2025