তেরে ইশ্ক মেঁ–এর ট্রেলার এসে যেন আবেগের ঝড় তুলে দিল। ধনুষ ও কৃতি স্যাননের অভিনয়ে গড়ে উঠেছে এক তীব্র, অন্ধকার, বিষাদময় প্রেমকথা, যেখানে ভালোবাসা প্রতিটি মোড়ে নিয়তির সঙ্গে লড়ে বাঁচতে চায়। পরিচালক আনন্দ এল রাই এবার যেন প্রেমকে রূপ দিয়েছেন এক যন্ত্রণা, এক তৃষ্ণা, এক মুক্তির পথের মতো। শঙ্কর ও মুক্তির সম্পর্কের টানাপোড়েন ট্রেলারের প্রতিটি দৃশ্যে ফুটে উঠেছে অবিশ্বাস্য তীব্রতায়।
এটি সাধারণ প্রেমের ছবি নয়। ট্রেলারে দেখা মিলেছে ভেতরের দ্বন্দ্ব, অপরাধবোধ, আকুলতা আর দাহে পোড়া এক মানবিক গল্পের। এ আর রহমানের গভীর সুর যেন শ্বাসের মতো ছবির আবহে ঢুকে গেছে, আর ইরশাদ কামিলের কলমে জন্ম নেওয়া গানের পংক্তি কাহিনিকে করেছে আরও বেদনাবহ। হিমাংশু শর্মা ও নীরজ যাদবের নির্মোহ লেখনী এই ছবিকে দাঁড় করিয়েছে অনুভূতির এক উঁচু স্তরে।
আসছে মাসের আটাশে মুক্তি পেতে চলেছে ছবি। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় একসঙ্গে প্রেক্ষাগৃহে নামবে এই প্রেমকাহিনি। ট্রেলার দেখেই মনে হচ্ছে—এ ছবিতে দর্শককে হাসাবে না, কাঁদাবে; শান্ত করবে না, ভেঙে দেবে; তবু সেখানেই খুঁজে পাওয়া যাবে ভালোবাসার নতুন মানে।
ইএ/টিকে